শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টসে জিতে ব্যাটিংয়ে মুম্বাই

রাহুল রাজ: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০তম ম্যাচে আজ ৬ অক্টোবর, মাঠে নামছে পোলার্ডদের মুম্বাই ইন্ডিয়ান্স ও বাটলারদের রাজস্বান রয়্যালস। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

[৩] রোহিত শর্মার দল মুম্বাই আগে মোট তিনটি ম্যাচে জয়ী হয়েছে। আগে দুটি ম্যাচে জয়ী হতে পারেনি এই দল। প্রথম ম্যাচে হার দিয়েই শুরু হয়েছিল তাদের। সেই ম্যাচে চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল এই দল। পরের ম্যাচ ছিল কেকেআর -এর সঙ্গে।

[৪] সেই ম্যাচে ৪৯ রানে জয়ী হয়েছিল তারা। তৃতীয় ম্যাচে আবারও হার হয় তাদের। ব্যাঙ্গালোরের কাছে অবশ্য ওভারে হেরে গিয়েছিল তারা। এর পরের দুটি ম্যাচে অবশ্য জয়ী হয়েছিল তারা। পঞ্জাবের সঙ্গে পরের ম্যাচে ৪৮ রানে জয়ী হয়েছিল মুম্বই। তার পরের ম্যাচেও হায়দরাবাদকে হারিয়ে ৩৪ রানে জয়ী হয়েছিল তারা।

[৫] অন্যদিকে রাজস্থানও কম যায়না। স্মিথের দল রাজস্থান আগে দুটি ম্যাচে জয়ী হয়েছে। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু হয়েছিল তাদের। সেই ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ী হয়েছিল তারা। সেই ম্যাচে ১৬ উইকেটে জয়ী হয়েছিল তারা।

[৬] দ্বিতীয় ম্যাচেও পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল এই দলই। সেই ৪ উইকেটে জয়ী হয়েছিল এই দল। তবে তার পরের দুটো ম্যাচে আর জয়ী হতে পারেনি স্টিভ স্মিথের দল। তাই এবার আবারও জিততে চাইবে এই দল।

[৭] মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ।

রাজস্থান রয়্যালসের একাদশ:
জোস বাটলার (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মনন ভোরা, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, টম কারান, জসদেব উনাদকাট, বরুণ অ্যারন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়