শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টসে জিতে ব্যাটিংয়ে মুম্বাই

রাহুল রাজ: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০তম ম্যাচে আজ ৬ অক্টোবর, মাঠে নামছে পোলার্ডদের মুম্বাই ইন্ডিয়ান্স ও বাটলারদের রাজস্বান রয়্যালস। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

[৩] রোহিত শর্মার দল মুম্বাই আগে মোট তিনটি ম্যাচে জয়ী হয়েছে। আগে দুটি ম্যাচে জয়ী হতে পারেনি এই দল। প্রথম ম্যাচে হার দিয়েই শুরু হয়েছিল তাদের। সেই ম্যাচে চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল এই দল। পরের ম্যাচ ছিল কেকেআর -এর সঙ্গে।

[৪] সেই ম্যাচে ৪৯ রানে জয়ী হয়েছিল তারা। তৃতীয় ম্যাচে আবারও হার হয় তাদের। ব্যাঙ্গালোরের কাছে অবশ্য ওভারে হেরে গিয়েছিল তারা। এর পরের দুটি ম্যাচে অবশ্য জয়ী হয়েছিল তারা। পঞ্জাবের সঙ্গে পরের ম্যাচে ৪৮ রানে জয়ী হয়েছিল মুম্বই। তার পরের ম্যাচেও হায়দরাবাদকে হারিয়ে ৩৪ রানে জয়ী হয়েছিল তারা।

[৫] অন্যদিকে রাজস্থানও কম যায়না। স্মিথের দল রাজস্থান আগে দুটি ম্যাচে জয়ী হয়েছে। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু হয়েছিল তাদের। সেই ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ী হয়েছিল তারা। সেই ম্যাচে ১৬ উইকেটে জয়ী হয়েছিল তারা।

[৬] দ্বিতীয় ম্যাচেও পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল এই দলই। সেই ৪ উইকেটে জয়ী হয়েছিল এই দল। তবে তার পরের দুটো ম্যাচে আর জয়ী হতে পারেনি স্টিভ স্মিথের দল। তাই এবার আবারও জিততে চাইবে এই দল।

[৭] মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ।

রাজস্থান রয়্যালসের একাদশ:
জোস বাটলার (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মনন ভোরা, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, টম কারান, জসদেব উনাদকাট, বরুণ অ্যারন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়