শিরোনাম
◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করা হবে’

এএইচ রাফি: [২] বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। দেশ ও জনগনের উন্নয়নে নিরলস কাজ করছে সরকার। জনগনকে পাশে নিয়ে বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করেছেন এবং জনগনকে পাশে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে এই দেশকে বিশ্বদরবারে উন্নয়নশীল দেশের কাতারে রুপান্তর করা হবে।

[৩] মঙ্গলবার (৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪টি নবনির্মিত প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি এসব কথা বলেন। তিনি তাঁর ঢাকাস্থ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ৪টি নির্মিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

[৪] তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সরকার এসে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ করে দিয়েছিলো কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর পুনরায় সম্মানী ভাতা বৃদ্ধি করে দেয়া শুরু করেন। নির্মিত ভবনগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক ভবন, জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে উপজেলা সাব-রেজিষ্টার ভবন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বাস্তবায়নে ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে তিনলাখপীর-চারগাছ সড়কে গার্ডার ব্রীজ পূননির্মাণ।

[৫] উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে পরিষদ চত্ত্বরে অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়