শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএমপি’র ১১ কর্মকর্তা রদবদল

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

সোমবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ।

তিনি বলেন, ‘স্বাভাবিক বদলির অংশ হিসেবে এই আদেশ এসেছে। বদলির আদেশ হওয়াদের মধ্যে আটজন অতিরিক্ত উপকমিশনার ও তিনজন সহকারী কমিশনার রয়েছেন।’

রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফকে ডিবি দক্ষিণ জোনে, ডিবি দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার মির্জা সায়েম মাহমুদকে ডিবি উত্তর ও পিআর বিভাগে, কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার পলাশ কািন্ত নাথকে সিএমপির দক্ষিণ জোনের দায়িত্বে, ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীনকে কাউন্টার টেররিজম ইউনিটে, ট্রাফিক বন্দরের অতিরিক্ত উপকমিশনার অলক বিশ্বাসকে বন্দর জোনে, সিএমপির স্টেট ডিপার্টমেন্টের অতিরিক্ত উপকমিশনার নাদিরা নুরকে উত্তর জোনে, সিএমপির উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার মো. আশিকুর রহমানকে ট্রাফিক বন্দর ও বন্দর জোনের (পিওএম) দায়িত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার নুতান চাকমাকে সিএমপির (এমটি) ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সিএমপির এস্টেট ডিপার্টমেন্টের সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিনকে ট্রাফিক পশ্চিম জোনে, ট্রাফিক পশ্চিমের সহকারী কমিশনার কীর্তমান চাকমাকে বন্দর জোনে ও বন্দর জোনের সহকারী কমিশনার কামরুল হাসানকে এস্টেট ডিপার্টমেন্টে পদায়ন করা হয়েছে। দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়