শরীফ শাওন: [২] ধানমন্ডি-২, জিগাতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ইঞ্জিন-মোটরচালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার এ উচ্ছেদ অভিযানে সাতটি রিক্সা আটক করে ডাম্প করা হয়।
[৩] ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফয়সাল বলেন, মঙ্গলবার হাজারীবাগ এাকায় অভিযান পরিচালনা করা হবে। মেয়রের নির্দেশনা মোতাবেক কাজ করছি। তবে নির্দেশনা অমান্য করে এখনো অনেকে অবৈধ যান চালনা করছে। তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, যা চলমান থাকবে।
[৪] ডিএনসিসি’র অপর এক অভিযানে ফরাসগঞ্জস্থ লালকুঠি হলের সামনে থেকে তিনটি হোটেল, তিনটি ছোট দোকান, একটি পেঁয়াজের আড়ৎ ও একটি রান্নাঘর উচ্ছেদ ও মালামালগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।
[৫] দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, লালকুঠি হলো ঢাকার ঐতিহ্য। এই ঐতিহ্য ফিরিয়ে আনতে মেয়র ঘোষিত কার্যক্রমের ধারাহিকতায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এখন বুড়িগঙ্গা নদী থেকে লালকুঠির সৌন্দর্য উপভোগ করা যাবে।