শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোর গ্যাং রুখতে সকলের সহযোগিতা চায় পুলিশ

রাজু চৌধুরী : [২] কিশোর গ্যাং সমাজের জন্য একটি অভিশাপ স্বরূপ। এই কিশোর গ্যাং এর হাতে খুন, রাহাজানি, ছিনতাইসহ নানা ভাবে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিশু কিশোরদের সঠিক ও আলোর পথে ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সিএমপি। নগরজুড়ে অপরাধমূলক কার্যক্রমে দ্রুত কিশোরদের জড়িয়ে যাওয়া ঠেকাতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-এই উদ্যোগ গ্রহণ করেছেন।

[৩] শনিবার ০৩ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর ১৪৫ টি বিট অফিসে একযোগে মিটিং অনুষ্ঠিত হয়। সভায় বিট অফিসারগণ স্ব স্ব বিট এলাকার স্থানীয় জনগণের সাথে কিশোর গ্যাং এর কার্যক্রম, স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তথ্য প্রদান ইত্যাদি প্রসংগে মতবিনিময় করেন এবং কিশোর গ্যাং এর বাস্তব পরিনতি নিয়ে আলোচনা করেন। এলাকায় কিশোর গ্যাং এর কার্যক্রম সম্বলিত তথ্য ও তাদের নিয়ন্ত্রণকারীদের বিষয়ে থাকলে তা জানানোর অনুরোধ করেন। কিশোর গ্যাং এ জড়িত কিশোররা শুধু ধ্বংসের পথে এগিয়ে চলেছে তা নয়, তারা সমাজকে করে তুলেছে অস্থিতিশীল, প্রতিনিয়ত করে চলেছে নানা ধরনের অপরাধ। তাই সামাজিকভাবে সকলেই সম্মিলিতভাবে এদের প্রতিরোধ করতে হবে । পুলিশকে তথ্য দিয়ে কিশোর গ্যাং কালচার রুখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান সিএমপি'র পুলিশ কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়