শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দেয়ায় চটপটি ব্যবসায়ীকে পেটাল ইউপি সদস্য

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে চাঁদা না দেওয়ায় মো. মোস্তফা (৪৫) নামে এক চটপটি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়েছে হারবাং ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য গোলাম সত্তার। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে হারবাং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বাবাকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়েছে চটপটি ব্যবসায়ীর ছেলে মো. রাকিব (১৮)। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।

মারধরের শিকার মোস্তফা ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশ্যা ইউনিয়নের আবদুল বারেকের ছেলে।
চটপটি ব্যবসায়ী মোস্তফা বলেন, গত ২০ দিন আগে ভ্যান গাড়ি করে হারবাং স্টেশন এলাকায় চটপটি দোকান নিয়ে ব্যবসা শুরু করি।
পরে গোলাম সত্তার এসে আমাকে বলে মাসিক ১ হাজার টাকা করে আমাকে চাঁদা দিতে হবে না হয় এখানে ব্যবসা করা যাবে না। প্রথম দিন দুই শত টাকা দিই। বাকী টাকা ২ তারিখ দেয়ার কথা রয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ব্যবসা শেষে সত্তার মাতাল অবস্থায় এসে আমার কাছ থেকে চাঁদার টাকা দাবী করেন।

আমি সারা দিনে বিক্রিত ৫০০ টাকা দিতে চাইলে সে আমাকে গাছের বাটাম দিয়ে বেধড়ক পেঠাতে শুরু করে। এসময় আমার ছেলে রাকিব এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে আমার ভ্যানগাড়িসহ মালামাল রাস্তার পাশে উল্টিয়ে দেয়।

এ ব্যাপারে গোলাম সত্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাজার কমিটির সভাপতি। খোলা বাজারে দোকান করতে আমার সাথে ৮০০ মাসিক ভাড়া হিসেবে কথা হয়। আগে দুই শত টাকা দিলেও বাকি ৬০০ টাকা চাইতে গেলে তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। তবে বাজারটি ইজারা ভুক্ত নয় বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়