ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের উলুচামরী কোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ চার ব্যক্তিকে আটক করেছে বিজিবি।শুক্রবার সকালে হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনার পাড়া ডাকাত নুরুল আমিনের বসত বাড়িতে থেকে অস্ত্রও কার্তুজসহ তাদের আটক করা হয়।
[৩] আটকরা হলেন,হ্নীলা ইউপি উলুচামরী কোনার পাড়ার মৃত আবুল হোছনের ছেলে নুরুল আমিন (৩২)একই এলাকার রুহুল আমিনের ছেলে জাফর আলম (৪২), মোহাম্মদ শফির ছেলে আনোয়ার হোছন (২১) ও একই ইউনিয়নের রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার মৃত মোজাফফর আহম্মদের ছেলে নজির আহমদ (৫০)।
[৪] শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।তিনি বলেন,শুক্রবার সকালে হ্নীলা ইউপি উলুচামরী কোনার পাড়ায় একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসহ নুরুল আমিনের বাড়িসহ পাশ্ববর্তী চারটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য অবস্থান নেয়। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ঔই এলাকা গেলে।
[৫] বিজিবির উপস্থিতি টের পেয়ে জাফর আলমের ঘরসহ পাশ্ববর্তী আরো দুইটি বাড়ি থেকে ৬-৭জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়।ওই সময় ডাকাত নুরুল আমিনের বসত-বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ১০রাউন্ড তাঁজা কার্তুজ, ৯ রাউন্ড খালি খোসা, ৪ রাউন্ড করে রাইফেলস ও এসএমজির এ্যামুনেশন, ৪ রাউন্ড রকেট প্যারাসুট প্লেয়ার, ১টি পুলিশ বেল্ট ও ১টি মোবাইলসহ চার ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
[৬] তিনি আরো বলেন,উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী