শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে

সালেহ্ বিপ্লব, আসিফুজ্জামান পৃথিল: [২] হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। কোভিড আক্রান্ত হিসেবে বাড়তি সতর্কতার জন্যে এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বেশ কয়েকদিন ওই হাসপাতালে থাকবেন। স্পুটনিক, বিবিসি, ফক্স, সিএনএন, সিবিএস

 

[৩] কর্মকর্তারা জানান, ট্রাম্পের মৃদু উপসর্গ দেখা দিয়েছে। হালকা জ্বর আছে তার। তিনি ক্লান্তবোধ করলেও উদ্দীপনার কোনও ঘাটতি নেই।

[৪] হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর আলিশা ফারাহ জানিয়েছেন, প্রেসিডেন্ট এখনো দায়িত্বে আছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে তিনি কোনও প্রকার দায়িত্ব হস্তান্তর করেননি।

[৫] ট্রাম্প নিজেই এক টুইট বার্তায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। এর আগে উপদেষ্টা হোপ হিকসের করোনা আক্রান্তের খবর পেয়েই আইসোলেশনে চলে যান ট্রাম্প দম্পতি।

[৬] ঠিক এক মাস পর প্রেসিডেন্ট নির্বাচন। এই সময়ে এই ঘটনায় ট্রাম্পের প্রচারণা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়লো। এর আগে প্রেসিডেন্ট রুজভেল্ট নির্বাচনের ঠিক আগে সন্ত্রাসী হামলার শিকার হন। বন্ধ হয়ে যায় তার নির্বাচনী প্রচার। ট্রাম্পের ক্ষেত্রে এমনটা হলে তিনি হবেন ২য় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি নির্বাচনের আগের মাসে কোনও প্রচারণায় অংশ নিতে পারবেন না।

[৭] ট্রাম্প বুধবারের বিতর্কে জো বাইডেনকে মাস্ক পরা নিয়ে তীব্র ভাষায় কটুক্তি করেন। অবশ্য বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন সঙ্গে সঙ্গেই এই দম্পতিকে শুভকামনা জানিযেছেন। বাইডেন দম্পতিও শুক্রবার পরীক্ষা করেন। করোনা পরীক্ষা করেছেন এই বিতর্কের উপস্থাপক ক্রিস ওয়ালেসও।

[৮] যদি ট্রাম্প বেশি অসুস্থ হয়ে পড়েন বা মারা যান এই ২ মাসের জন্য যুক্তরাষ্টের নির্বাহী প্রধানের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কারণ মার্কিন সংবিধান অনুযায়ী ৩ নভেম্বরই নির্বাচন হতে হবে। ট্রাম্প অক্ষম হলে রিপাবলিকান পার্টি অন্য কাউকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনিত করবে। সেক্ষেত্রেও পেন্সের সম্ভাবনাই বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়