কালিয়া প্রতিনিধি: [২] নড়াইরের কালিয়ায় ১৪হাজার টাকার জাল নোট সহ সাকিব মোল্লা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার খাসিয়াল খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। সাকিব নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের নওশের মোল্লার ছেলে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সাকিব সহ ২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
[৩] মামলার বিবরণে জানা যায়, সাকিব মোল্লা উপজেলার খাসিয়াল খেয়াঘাট এলাকায় জাল টাকার নোট নিয়ে অবস্থান করে খাটি টাকা বলে আদান প্রদান করার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানা পুলিশ সেখানে অভিযান করে।
[৪] পুলিশের উপস্থিতী টের পেয়ে খাসিয়াল খেয়াঘাট এলাকার মানিক ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে জাল নোট বহনকারি সাকিব পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ সময় তাকে তল্লাসি করে নগদ ১৪ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। সাকিবের অপর সহযোগী খাসিয়াল গ্রামের জসিম মোল্লা পলাতক রয়েছে।
[৫] নড়াগাতি থানার উপ পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, নগদ ১৪হাজার টাকার জাল নোট সহ সাকিব মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সাকিব সহ ২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। পলাতক জসিম মোল্লাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী