শিরোনাম
◈ নিরাপত্তা ঝুঁকিতে আন্দোলনের শীর্ষ নেতারা: গানম্যান পেলেন নাহিদ-হাসনাত-সারজিস-জারা ◈ একের পর হামলা-হত্যাকাণ্ড, আস‌ছে ছাত্রদের বি‌ক্ষোভ,  ‌বেসামাল দেশ, প্রশাসন নির্লিপ্ত কেন?  ◈ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র পেছনে ফেলে নির্বাচনের পথে বিএনপি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় বার্সেলোনার টানা সপ্তম জয় ◈ ইউ‌রো‌পীয় ইউ‌নিয়ন বাংলাদেশের ফুটবল উন্নয়নে পা‌শে থাক‌তে আগ্রহী ◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়ায় জাল নোট সহ যুবক আটক

কালিয়া প্রতিনিধি: [২] নড়াইরের কালিয়ায় ১৪হাজার টাকার জাল নোট সহ সাকিব মোল্লা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার খাসিয়াল খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। সাকিব নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের নওশের মোল্লার ছেলে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সাকিব সহ ২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

[৩] মামলার বিবরণে জানা যায়, সাকিব মোল্লা উপজেলার খাসিয়াল খেয়াঘাট এলাকায় জাল টাকার নোট নিয়ে অবস্থান করে খাটি টাকা বলে আদান প্রদান করার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানা পুলিশ সেখানে অভিযান করে।

[৪] পুলিশের উপস্থিতী টের পেয়ে খাসিয়াল খেয়াঘাট এলাকার মানিক ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে জাল নোট বহনকারি সাকিব পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ সময় তাকে তল্লাসি করে নগদ ১৪ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। সাকিবের অপর সহযোগী খাসিয়াল গ্রামের জসিম মোল্লা পলাতক রয়েছে।

[৫] নড়াগাতি থানার উপ পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, নগদ ১৪হাজার টাকার জাল নোট সহ সাকিব মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সাকিব সহ ২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। পলাতক জসিম মোল্লাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়