শিরোনাম
◈ এনসিপিতে যেতে পদ নিয়ে দেনদরবারে মাহফুজ ও আসিফ, বিএনপি জোটের প্রার্থী হতে গণঅধিকারে যাওয়ার গুঞ্জন ◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে হেনস্তা ডাকসু নেতার, ধাওয়া করার ভিডিও ভাইরাল ◈ একাত্তর আমাদের শেকড় এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার

সাইফুল আরিফ জুয়েল: [২] নেত্রকোনার মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শেখ সায়িম আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[২] বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সায়িম উপজেলার মাঘান গ্রামের সাইদুর রহমানের ছেলে।
[৩] ২৭ সেপ্টেম্বর রাতে শেখ সায়িম আহমেদ (২২), তাহসিন পায়েল (২২), এ. এম. সাগর (২৩), আল টিমন (২০) ও মো. মিজানুর রহমান রহমান রিজন এই পাঁচ জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে তাদের রিরুদ্ধে মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

[৪] মামলার বাদী উপজেলার রড়কাশিয়া গ্রামের মো. মাহাবুব আলম সেলিম।

[৫] আসামিরা নিজেদের ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল এবং বাদীকে জড়িয়ে বিভিন্ন কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। এতে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিনের স্ত্রী বর্তমান এমপি রেবেকা মমিনের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

[৬] এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান বলেন, মামলার প্রধান আসামি শেখ সায়িম আহমেদকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়