শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার

সাইফুল আরিফ জুয়েল: [২] নেত্রকোনার মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শেখ সায়িম আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[২] বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সায়িম উপজেলার মাঘান গ্রামের সাইদুর রহমানের ছেলে।
[৩] ২৭ সেপ্টেম্বর রাতে শেখ সায়িম আহমেদ (২২), তাহসিন পায়েল (২২), এ. এম. সাগর (২৩), আল টিমন (২০) ও মো. মিজানুর রহমান রহমান রিজন এই পাঁচ জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে তাদের রিরুদ্ধে মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

[৪] মামলার বাদী উপজেলার রড়কাশিয়া গ্রামের মো. মাহাবুব আলম সেলিম।

[৫] আসামিরা নিজেদের ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল এবং বাদীকে জড়িয়ে বিভিন্ন কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। এতে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিনের স্ত্রী বর্তমান এমপি রেবেকা মমিনের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

[৬] এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান বলেন, মামলার প্রধান আসামি শেখ সায়িম আহমেদকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়