শিরোনাম
◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার

সাইফুল আরিফ জুয়েল: [২] নেত্রকোনার মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শেখ সায়িম আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[২] বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সায়িম উপজেলার মাঘান গ্রামের সাইদুর রহমানের ছেলে।
[৩] ২৭ সেপ্টেম্বর রাতে শেখ সায়িম আহমেদ (২২), তাহসিন পায়েল (২২), এ. এম. সাগর (২৩), আল টিমন (২০) ও মো. মিজানুর রহমান রহমান রিজন এই পাঁচ জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে তাদের রিরুদ্ধে মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

[৪] মামলার বাদী উপজেলার রড়কাশিয়া গ্রামের মো. মাহাবুব আলম সেলিম।

[৫] আসামিরা নিজেদের ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল এবং বাদীকে জড়িয়ে বিভিন্ন কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। এতে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিনের স্ত্রী বর্তমান এমপি রেবেকা মমিনের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

[৬] এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান বলেন, মামলার প্রধান আসামি শেখ সায়িম আহমেদকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়