শিরোনাম
◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু ◈ নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা  ◈ বিএনপি ও জামায়াতের তিক্ততা বা কথার যুদ্ধ তীব্র হচ্ছে কেন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার

সাইফুল আরিফ জুয়েল: [২] নেত্রকোনার মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শেখ সায়িম আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[২] বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সায়িম উপজেলার মাঘান গ্রামের সাইদুর রহমানের ছেলে।
[৩] ২৭ সেপ্টেম্বর রাতে শেখ সায়িম আহমেদ (২২), তাহসিন পায়েল (২২), এ. এম. সাগর (২৩), আল টিমন (২০) ও মো. মিজানুর রহমান রহমান রিজন এই পাঁচ জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে তাদের রিরুদ্ধে মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

[৪] মামলার বাদী উপজেলার রড়কাশিয়া গ্রামের মো. মাহাবুব আলম সেলিম।

[৫] আসামিরা নিজেদের ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল এবং বাদীকে জড়িয়ে বিভিন্ন কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। এতে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিনের স্ত্রী বর্তমান এমপি রেবেকা মমিনের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

[৬] এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান বলেন, মামলার প্রধান আসামি শেখ সায়িম আহমেদকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়