শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার

সাইফুল আরিফ জুয়েল: [২] নেত্রকোনার মোহনগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শেখ সায়িম আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[২] বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সায়িম উপজেলার মাঘান গ্রামের সাইদুর রহমানের ছেলে।
[৩] ২৭ সেপ্টেম্বর রাতে শেখ সায়িম আহমেদ (২২), তাহসিন পায়েল (২২), এ. এম. সাগর (২৩), আল টিমন (২০) ও মো. মিজানুর রহমান রহমান রিজন এই পাঁচ জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে তাদের রিরুদ্ধে মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

[৪] মামলার বাদী উপজেলার রড়কাশিয়া গ্রামের মো. মাহাবুব আলম সেলিম।

[৫] আসামিরা নিজেদের ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল এবং বাদীকে জড়িয়ে বিভিন্ন কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। এতে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিনের স্ত্রী বর্তমান এমপি রেবেকা মমিনের সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

[৬] এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি আবদুল আহাদ খান বলেন, মামলার প্রধান আসামি শেখ সায়িম আহমেদকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়