শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে বালু উত্তোলনে প্রশাসনের অভিযান ১ লাখ টাকা জরিমানা

ছনি চৌধুরী: [২] নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১ লাখ টাকা করা হয়েছে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

[৩] মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

[৪] জানা যায়, উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে খড়িয়া বিলে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় খড়িয়া বিলে অভিযান পরিচালনা করা হয়।

[৫] অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় জলমহল ইজারাদারসহ ২ জনকে ১লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে বালু উত্তোলনের সরঞ্জাম এবং ড্রেজার মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

[৬] নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়