তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়া তরুণীকে শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় জুনায়েদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
[৩] সোমবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জুনায়েদ জেলা শহরের দক্ষিণ পৈরতলার আব্দুল আওয়ালের ছেলে।
[৫] এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহিম বলেন,গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জুনায়েদ ঘটনার সময় উপস্থিত যারা ছিল তাদের নাম জানিয়েছে।এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ