শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতভাগ উপজেলা বিদ্যুতায়নের পথে, বাকি একটি

ডেস্ক রিপোর্ট : পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ভৌগলিক এলাকায় ৪৬২টি উপজেলার মধ্যে ৪৬১টির শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। রইলো বাকি এক উপজেলা। নতুন করে আরও ১৭৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ করার পর আরইবি এই তথ্য জানিয়েছে। তবে উপজেলাগুলোকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আরও ২৮৮টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই বিষয়ে জানতে চাইলে আরইবির সদস্য (পরিকল্পনা এবং উন্নয়ন) অঞ্জন কান্তি দাশ বলেন, ‘৪৬২টি উপজেলার মধ্যে ৪৬১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করতে পেরেছি। তবে এই বিদ্যুৎ দেওয়া হয়েছে অনগ্রিড অর্থাৎ তার টানা যায় এমন এলাকায়। এখন বাকি আছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা। সেখানে সাবমেরিন ক্যাবল দিয়ে বিদ্যুৎ দেওয়া হবে। প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সেখানে বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জেলার চরগুলোতে এক হাজার ৫৯টি গ্রাম আছে। সেখানে আগে সৌরবিদ্যুৎ হওয়ার কথা ছিল। স্রেডাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে সোলার করার। কিন্তু তারা পারেনি। এখন দায়িত্ব নিয়ে সাবধানে মেরিন ক্যাবল দিয়ে অনগ্রিড বিদ্যুৎ দেওয়া হবে সেখানে। বিভিন্ন এলাকার প্রায় ৮৫টি নদী আমাদের অতিক্রম করতে হবে। জামালপুর, ভোলা, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ বেশ কিছু উপজেলায় পড়েছে এসব গ্রাম। ফলে বিষয়টি সময়সাপেক্ষ। তারপরও মুজিববর্ষের মধ্যেই এই কাজ শেষ করতে পারবো বলে আশা করছি।’

আরইবি সূত্র বলছে, তারা আরও ১৭৩ উপজেলায় ১০০ ভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। তবে এখনও সেগুলো উদ্বোধন হয়নি। এসব উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে আরইবি।

তারা জানায়, আরইবির ভৌগলিক এলাকার এক হাজার ৫৯টি গ্রাম রয়েছে। অফগ্রিড এলাকায় এসব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই তাদের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ। তিন ধাপে এসব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবে আরইবি। প্রথম ধাপে ৬৪৬টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে আরইবি। এসব গ্রামকে চলমান কার্যক্রমের আওতায়ই বিদ্যুতায়িত করা সম্ভব। চলতি মাসের মধ্যেই গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে। তবে ২৯টি অতি দুর্গম গ্রাম ছাড়া বাকি ৩৮৪টি গ্রামে আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে। তবে ২৯টি অতি দুর্গম গ্রামের বেশিরভাগই পাহাড়ি এলাকায় হওয়াতে এসব গ্রামে চলতি বছরের মধ্যেই বিদ্যুৎ পৌঁছে দেবে আরইবি।

সরকারের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের অংশ হিসেবে আরইবি এই কাজ করছে। পল্লী বিদ্যুৎ সমিতি তাদের অধীন এলাকার সব মানুষকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মধ্য দিয়ে এই কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১৩ আগস্ট প্রথম ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন। সব শেষ গত ২৭ আগস্ট তিনি আরও ২৭ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে ঘোষণা দেন।বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়