মহসীন কবির : [২] বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ২০০তম দিনে ১০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১১.৯৪ শতাংশ। মৃতদের মধ্যে ২১ জন পুরুষ ও ৭ জন নারী। মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৯১ শতাংশ।
[৩] এখন পর্যন্ত ১৮ লাখ ৭৫ হাজার ৫৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৫০৭২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৫০৭২ জনের মধ্যে ৩ হাজার ৯৩৫ জন পুরুষ ও ১,১৩৭ জন নারী।
[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪.৫৯ শতাংশ।