শিরোনাম
◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ও মাই গড! ইজ ইট পর্ন? এখন কি আমাকে কাপড় খুলতে হবে ? এই অবস্থা কেন আমাদের দেশের?

ডেস্ক রিপোর্ট : সময়টা এখন ওয়েব সিরিজের। বর্তমানে অনলাইন প্লাটফর্মগুলোর হাতধরে সারাবিশ্বেই ওয়েব সিরিজের জয়জয়কার। এমনকি বিশ্বসেরা সব সিনেমার পাশাপাশি এইসব সিরিজগুলো উঠে আসছে অস্কারসহ নামি দামি সব পুরস্কারের তালিকাতেও।

তবে প্রায় সময়ই দেখা যায় প্রয়োজনে-অপ্রয়োজনে এসব সিরিজে অশ্লীল সংলাপ ও যৌন দৃশ্যের ছড়াছড়ি। নানা দেশের শিল্পী ও দর্শক সেগুলো ভালোভাবে গ্রহণ করলেও বাংলাদেশে সমালোচনার শিকার হতে হয়। সম্প্রতি বেশ কিছু ওয়েব সিরিজ অশ্লীলতার অভিযোগে মুক্তি দিয়েও সরিয়ে নিতে বাধ্য হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। যেতে হয়েছে আদালত পর্যন্তও।

তার মধ্যেই লাক্স তারকা ফারিয়া শাহরিন প্রকাশ করলেন একটি ওয়েব সিরিজের চিত্রনাট্যের দুটি দৃশ্য। যেখানে দেখা গেল অশ্লীল সংলাপ ও যৌন দৃশ্যের উপস্থিতি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তুলেছেন প্রশ্ন, ‘ওয়েব সিরিজ মানেই কী যৌনতা?’ বিষয়টি তার ফেসবুক থেকে গণমাধ্যমেও ছড়িয়ে যায়।

ফারিয়া শাহরিনের কাছে সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজের প্রস্তাব আসে। তাকে চিত্রনাট্যও পাঠানো হয়। সেই চিত্রনাট্যে নায়িকাকে কীভাবে যৌনতায় লিপ্ত করা হবে, কীভাবে বস্ত্র হরণ করা হবে সেটা সুনিপুণভাবে লেখা রয়েছে। আর এতেই ক্ষিপ্ত হয়েছেন এই অভিনেত্রী।

একেবারে ‘কাঁচা ভাষায়’ লেখা চিত্রনাট্যের ছবি তুলে ফারিয়া শাহরিন নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, একটা ওয়েব সিরিজের অফার পেয়েছি। সকাল থেকে খুব মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়ছিলাম। মনে যদিও একটা নেগেটিভ চিন্তা ছিল আগে থেকেই। ভাবছিলাম ওয়েব সিরিজের নামে এখন যা হচ্ছে অন্তত এটা যেন এমন না হয়। কিন্তু দেখলাম এটা আরো অনেক বেশি নোংরা। স্ক্রিপ্টের ভাষা দেখে তো আমার মাথা ঘুরতেছে। ও মাই গড! ইজ ইট পর্ন? এই অবস্থা কেন আমাদের দেশের?’

তিনি আরও বলেন, ‘ওয়েব সিরিজ মানে কি কাপড় খুলতে হবে? নষ্টামি নোংরামি করতে হবে? এইসব এলাউ ক্যামনে করে? লিগ্যাল অ্যাকশন নেয় না কেন এদের বিরুদ্ধে। আমার সিরিয়াসলি মাথা ঘুরতেছে। মাথায় আইস ব্যাগ দেওয়া লাগবে। হবে না এসব আমাকে দিয়ে হবে না। ড্রাগ প্রস্টিটিউশন, সেক্সে ভরপুর স্ক্রিপ্ট। আল্লাহ রহম করো। পুরো স্ক্রিপ্টটা দেওয়া সম্ভব না জাস্ট দুইটা স্ক্রিনশট দিলাম।’

তবে কোন প্রযোজক বা পরিচালক তাকে চিত্রনাট্যটি পাঠিয়েছেন, সে বিষয়ে কিছু জানানি ফারিয়া। তবে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে শোবিজে। যেখানে আদালত থেকে ওয়েব সিরিজে অশ্লীলতা ও যৌনতা প্রদর্শনের বিরুদ্ধে ঘোষণা এসেছে সেখানে এমন চিত্রনাট্য দেখে অনেকেই অবাক হয়েছেন, হতাশাও প্রকাশ করছেন।

সূত্র- পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়