শিরোনাম
◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ডিএনসির অভিযানে২হাজার ইয়াবাসহ আটক-৪

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের পৌরশহরে অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে আটক করেছেন ডিএনসি সদস্যরা। বৃহস্পতিবার রাতে টেকনাফ পৌরসভার মেরিনসিটি হাসপাতালের সামনে থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত হাজী রহমত হোসেনের ছেলে মো. জাফর আলম প্রকাশ জাফরী (৩০), একই এলাকার নুর হোসেনের ছেলে নুর ফারুক (২১) ও দক্ষিণ কাঞ্জরপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে রবিউল হাসান প্রকাশ আজাদ (১৯)।

[৪] সূত্রে জানা যায়,এদিকে আটকদের সিন্ডিকেট বেশ কয়েকজন বৈধ ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত রয়েছে।এই সিন্ডিকেটে জিয়ার ৩ ফুফাত ভাই,পৌরসভার শাপলা চত্বরে হোটেল আল-আব্বাসের নিচে রেষ্টুরেন্টের দোকান ও বেবি সুপার মার্কেটের সামনে কলা আড়ত,হাইস্কুল মাঠের পার্শ্বে চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।

[৫] তারা হলেন,কুলাল পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমান,অলিয়াবাদ এলাকার শাকের এবং তার সহোদর ভাই পারভেজ। আরো বেশ কয়েকজন এই সিন্ডডিকেটে বৈধ ব্যবসার আড়ালে দিব্যি মাদক কারবার চালিয়ে যাচ্ছ বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

[৬] শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। তিনি বলেন,বৃহস্পতিবার রাতে টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক মো. জিল্লুর রহমান, সহকারী উপ-পরিদর্শকদের নেতৃত্বে একটি টিম উপজেলার পৌর শহরের মেরিন সিটি হাসপাতালের ফাহাদ ফার্মেসীর সামনে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে চার যুবককে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতদের দেহ ও সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়