শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় সমিতির কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি

জুলফিকার আমীন: [২] প্রাইম সঞ্চয় ও Ĺণদান সমবায় সমিতি এবং প্রাইম সোস্যাল অর্গানাইজেশন এর প্রায় ১ কোটি ৪ লাখ টাকা দুই কর্মকর্তার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ তুলে সমিতির ব্যবস্থাপণা পরিচালক ও সভাপতি নাসির উদ্দিন।

[৩] শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক ইয়াছিন এবং ক্যাশিয়ার আল আমিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় তিনি জিডি করেছেন।

[৪] লিখিত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ২০১২ সালে সংঘঠন দুটি সঞ্চয় ও ক্ষুদ্র Ĺণদান কার্যক্রম শুরু করে। বেশ সু-নামের সাথে চলে আসছিলো তাদের কার্যক্রম। ব্যক্তিগত ও সামাজিকগত কারনে তিনি (নাসির উদ্দিন) অফিসের বাহিরে থাকার সুযোগে ওই দুই কর্মকর্তা মাঠ থেকে টাকা উত্তোলন করে নামমাত্র কিছু টাকা ব্যাংকে জমা দিয়ে সিংহভাগ টাকাই আত্মসাৎ করেন। যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা। ওই টাকার হিসাব চাইতে গেলে কর্মকর্তাদ্বয় কালক্ষেপনসহ নানা রকম হুমকি দিয়ে আসছে।

[৫] এ ব্যপারে সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক ইয়াছিন জানান, অসুস্থ্য বাবাকে নিয়ে হাসপাতালে আছি। এব্যপারে পরে কথা বলবো। ক্যাশিয়ার আল আমিনের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়