শিরোনাম
◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় সমিতির কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি

জুলফিকার আমীন: [২] প্রাইম সঞ্চয় ও Ĺণদান সমবায় সমিতি এবং প্রাইম সোস্যাল অর্গানাইজেশন এর প্রায় ১ কোটি ৪ লাখ টাকা দুই কর্মকর্তার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ তুলে সমিতির ব্যবস্থাপণা পরিচালক ও সভাপতি নাসির উদ্দিন।

[৩] শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক ইয়াছিন এবং ক্যাশিয়ার আল আমিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় তিনি জিডি করেছেন।

[৪] লিখিত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ২০১২ সালে সংঘঠন দুটি সঞ্চয় ও ক্ষুদ্র Ĺণদান কার্যক্রম শুরু করে। বেশ সু-নামের সাথে চলে আসছিলো তাদের কার্যক্রম। ব্যক্তিগত ও সামাজিকগত কারনে তিনি (নাসির উদ্দিন) অফিসের বাহিরে থাকার সুযোগে ওই দুই কর্মকর্তা মাঠ থেকে টাকা উত্তোলন করে নামমাত্র কিছু টাকা ব্যাংকে জমা দিয়ে সিংহভাগ টাকাই আত্মসাৎ করেন। যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা। ওই টাকার হিসাব চাইতে গেলে কর্মকর্তাদ্বয় কালক্ষেপনসহ নানা রকম হুমকি দিয়ে আসছে।

[৫] এ ব্যপারে সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক ইয়াছিন জানান, অসুস্থ্য বাবাকে নিয়ে হাসপাতালে আছি। এব্যপারে পরে কথা বলবো। ক্যাশিয়ার আল আমিনের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়