শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় সমিতির কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি

জুলফিকার আমীন: [২] প্রাইম সঞ্চয় ও Ĺণদান সমবায় সমিতি এবং প্রাইম সোস্যাল অর্গানাইজেশন এর প্রায় ১ কোটি ৪ লাখ টাকা দুই কর্মকর্তার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ তুলে সমিতির ব্যবস্থাপণা পরিচালক ও সভাপতি নাসির উদ্দিন।

[৩] শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক ইয়াছিন এবং ক্যাশিয়ার আল আমিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় তিনি জিডি করেছেন।

[৪] লিখিত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, ২০১২ সালে সংঘঠন দুটি সঞ্চয় ও ক্ষুদ্র Ĺণদান কার্যক্রম শুরু করে। বেশ সু-নামের সাথে চলে আসছিলো তাদের কার্যক্রম। ব্যক্তিগত ও সামাজিকগত কারনে তিনি (নাসির উদ্দিন) অফিসের বাহিরে থাকার সুযোগে ওই দুই কর্মকর্তা মাঠ থেকে টাকা উত্তোলন করে নামমাত্র কিছু টাকা ব্যাংকে জমা দিয়ে সিংহভাগ টাকাই আত্মসাৎ করেন। যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা। ওই টাকার হিসাব চাইতে গেলে কর্মকর্তাদ্বয় কালক্ষেপনসহ নানা রকম হুমকি দিয়ে আসছে।

[৫] এ ব্যপারে সমিতির সাধারণ সম্পাদক ও পরিচালক ইয়াছিন জানান, অসুস্থ্য বাবাকে নিয়ে হাসপাতালে আছি। এব্যপারে পরে কথা বলবো। ক্যাশিয়ার আল আমিনের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়