শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ যুব ক্রিকেট দলের অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আবারও ক্ষতির মুখে বাংলাদেশের ক্রিকেট। মরণব্যাধি এই ভাইরাসের কারণে পিছিয়ে গেছে বাংলাদেশের আরও একটি সিরিজ। তবে এবার জাতীয় দলের নয়, পিছিয়েছে যুব দলের সিরিজ।

[৩] এ বছর অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা অনূর্ধ্ব-১৯ দলের। তবে সফরটি পিছিয়ে এখন অনুষ্ঠিত হতে পারে আগামী বছর। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকায় এখনও সূচি চূড়ান্ত হয়নি।

[৪] দুই দেশের করোনা পরিস্থিতির কথা ভেবেই সিরিজটি পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। সফরে ৫টি ওয়ানডে এবং ২টি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল অনূর্ধ্ব-১৯ দলের। এটাই ছিল যুব দলের প্রথম অ্যাসাইনমেন্ট। এই সিরিজটি পিছিয়ে যাওয়ায় আপাতত বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য প্রস্তুত হচ্ছে যুবারা। যদিও নভেম্বরের সেই এশিয়া কাপও নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।

[৫] কায়সার বলেন, আমাদের প্রথম পদক্ষেপ ছিল অক্টোবরে। পাকিস্তানের সঙ্গে আমাদের সিরিজ ছিল। ওদের ওইখানে দল পাঠানোর কথা ছিল, কিন্তু দুই দেশেরই করোনা পরিস্থিতি প্রায় একই রকম। যে কারণে এই পরিস্থিতিতে পাকিস্তান সফর নিয়ে চিন্তা করছি না।

[৬] ওদের সঙ্গে আলাপ করে সিরিজটি ২০২১ নিয়ে গিয়েছি, এরপর কথা বলে সূচি ঠিক করে নেব। যেটা দুই দেশের জন্যই উপযুক্ত। ওইখানে আমাদের ৫টা ওয়ানডে এবং দুইটা চার দিনের ম্যাচ খেলার কথা ছিল। - তথ্য সূত্র, ক্রিকফ্রেঞ্জি

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়