সুজন কৈরী: সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার তিনজন নারীকে উদ্ধার করেছে র্যাব-৪। এ সময় সিরাজুল ইসলাম ওরফে সিরাজ নামের এক নারী পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন তথ্যে মঙ্গলবার রাতে জানা যায়, পাশের দেশে পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারীকে নিয়ে একটি চক্র সাভারের আমিন বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। পরে রাত সাড়ে তিনটার দিকে আমিন বাজার ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তিনজন নারীকে উদ্ধার করা হয়। তাদের সবার বাড়ি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। গ্রেপ্তার করা হয় পারচারকীকে।
গ্রেপ্তার সিরাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে অসহায় বেকার নারীদের বিদেশে ভালো বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে পাচার করছিল। তার বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।