সুজন কৈরী: পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ভাইয়ের ফোন পেয়ে আত্মহত্যা চেষ্টাকারী কলারের বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে জীবন বাঁচিয়েছে পুলিশ।
জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ৯৯৯ এ একজন ফোন করে জানান, রাজধানীর মুগদায় বড় মসজিদের পাশে একটি বাসায় তার বোন পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে ঘুমের ওষুধ এবং বিষ খেয়ে অচেতন হয়ে পড়েছে। কলার আরও জানান, তিনি বর্তমানে ঢাকার বাইরে রয়েছেন এবং অচেতন হওয়ার আগে তার বোনের সঙ্গে ফোনে কথা হয়েছিল। কিন্তু পরে আর ফোন রিসিভ করছে না। তিনি জরুরি পুলিশি সহায়তা এবং তার বোনকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন।
৯৯৯ তাৎক্ষনিক কলারের সঙ্গে মুগদা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। খবর পেয়ে মুগদা থানার একটি দল দ্রæত ঘটনাস্থলে যায়। ভোর সাড়ে ৩টায় মুগদা থানার ডিউটি অফিসার এসআই মিনহাজুল হক আকিল ৯৯৯ কে ফোনে জানান, মুগদা থানার এসআই জাহাঙ্গীর আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার, নার্স ও চিকিৎসা কর্মীদের সহায়তায় দ্রæত তরুণীর পাকস্থলী পরিষ্কার করা হয়। এরপর তরুণীকে নিয়ে তারা তার পরিবারে কাছে দিয়ে আসেন। তরুণী বর্তমানে আশংকামুক্ত।