রাহুল রাজ: [২] ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেট দলের ভিনদেশি কোচিং স্টাফ বহরের একাংশ এখন রাজধানীতে। দুই প্রোটিয়া রাসেল ডোমিঙ্গো আর রায়ান কুকের পর অনেক ঝক্কি পোহানোর পর অবশেষে ঢাকায় পা রেখেছেন টাইগারদের ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন।
[৩] প্রথমে ফ্লাইট বাতিল। যে কারণে রোববারের পরিবর্তে সোমবার যুক্তরাজ্য থেকে দুবাইয়ের পথে যাত্রা। পরে শেষমুহূর্তে দুবাই থেকে ঢাকার ফ্লাইট সোয়া ঘন্টা দেরিতে ছাড়া- সব মিলে নির্ধারিত সময়ের প্রায় ২৬ ঘন্টা পর রাজধানীতে পা রেখেছেন টাইগারদের পেস বোলিং কোচ।
[৪] মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিট পর অ্যামিরেটসের দুবাই-ঢাকা ফ্লাইট গিবসনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেছে।
[৫] বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার কিছু পরে বিসিবির গাড়িতে চেপে সরাসরি প্যান প্যাসিফিক হোটেলের পৌচ্ছান এ ক্যারিবীয়ান কোচ।
[৬] বুধবার দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।