মো. রিপন মিয়া: [২] নেত্রকোণার কলমাকান্দায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে নুরজামাল (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী। সোমবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে ওই শিশুর নানি বাদি হয়ে আটক নুরজামালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
[৩] আটক নুরজামাল উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামের মো. আব্দুল হেকিমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
[৪] ওই শিশুর নানি জানান, সোমবার রাতে নাতনিকে বাড়িতে একা রেখে জরুরি প্রয়োজনে পাঁচগাও বাজারে অবস্থান করছিলেন তিনি। এই সুযোগে অটোচালক নুরজামাল রান্না ঘরে ঢুকে একা পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করে। এসময় নুরজামালকে আটকে পুলিশকে খবর দেয়। পরে রাতেই পুলিশ শিশুটিকে উদ্ধারসহ অভিযুক্ত নুরজামালকে থানায় নিয়ে আসে।
[৫] কলমাকান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম খাঁন বলেন, এলাকাবাসী নুরজামালকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাতেই ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার আসামিসহ শিশুটিকে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে। সম্পাদনা: সাদেক আলী