রাহুল রাজ: [২] আগামী ৩ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ছিল মনোনয়নের শেষ দিন। গত দুই দিনে সভাপতি পদে কেউ মনোনয়ন ফরম না তুললেও সবাইকে অবাক করে দিয়ে সভাপতি পদে কাজী সালাউদ্দিন এর বিপরীতে ফরম তুলেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার শরিফুল ইসলাম মানিক।
[৩] গত দুইদিনে কেউ সভাপতি পদে ফরম না তোলায় ধরেই নেয়া হয়েছিল এবারও বিনা প্রতিদ্ব›িদ্বতায় চতুর্থবারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ মনোনয়ন সংগ্রহের শেষ দিনে মনোনয়ন কিনলেন সাবেক ফুটবলার এবং কোচ শরিফুল ইসলাম মানিক।
[৪] মানিক ফুটবল ক্যারিয়ারে ১৯৮২-১৯৮৯ পর্যন্ত খেলেছেন জাতীয় দলের হয়ে। কোচিং ক্যারিয়ারে সহকারী কোচ হিসেবে যোগদান করেন ১৯৯৬ সালে। ঢাকা মোহামেডান এ সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন।
[৫] এই দীর্ঘ ক্যারিয়ারে যুক্ত হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে। বর্তমানে তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রধান কোচ হিসেবে রয়েছেন। ২০০৮-০৯ সালে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
[৬] শরিফুল হোসেন মানিকের ফরম সংগ্রহের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি বাফুফে। মনোনয়ন বিক্রির কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে। আজ মনোনয়ন সংগ্রহের শেষ দিনে ফরম সংগ্রহ করেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন এবং তার পুরো প্যানেল।
[৭] রঙহীন বাফুফে নির্বাচন যেন নতুন করে রঙিন হয়ে উঠলো মানিকের অংশগ্রহণে।
[৮] এদিকে বাফুফের হিসাব শাখা থেকে মনোনয়নপত্র ক্রয় করা যাবে। বাফুফে সভাপতি পদের মনোনয়ন পত্রের মূল্য ১ লাখ টাকা, সিনিয়র সহ সভাপতি ৭৫ হাজার, সভাপতি ৫০ হাজার এবং সদস্য পদে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য অফেরতযোগ্য।
[৯] ঢাকার হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে আগামী ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।