শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ তদন্ত কমিটির গণশুনানীতে ১৭ জন প্রত্যক্ষদর্শী

মনজুর অনিক: [২] তারা সেদিনের ঘটনার বর্ণনা সহ বিভিন্ন বিষয়ে জানিয়েছেন। সোমবার বিকেলে এ বিষয়ে নিশ্চিত করেছেন ওই তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।

[৩] তিনি বলেন, ১টা থেকে লোকজন আসতে শুরু করে। বিকেল সোয়া ৪টা পর্যন্ত ১৭জন গণশুনানীতে অংশগ্রহণ করেন। এছাড়াও যারা আসবে তাদের প্রত্যেকেরই কথা আমরা শুনবো। তারা মূলত ঘটনার বর্ণনা সহ বিভিন্ন বিষয়ে জানিয়েছেন। তদন্তের স্বার্থে এগুলো বলা যাচ্ছে না। একদিনের জন্যই এ গণশুনানীর আয়োজন করা হয়।

[৪] তিনি আরো বলেন, তদন্তের অগ্রগতি আছে। তবে এখনও আমরা কিছুই বলতে পারছি না। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন তারা রিপোর্ট দেওয়ার পর বিস্তারিত বলা যাবে। এছাড়াও আমরা এলাকাবাসী, মসজিদ কমিটির সঙ্গেও কথা বলেছি।

[৫] তারপরও যারা সেখানে কথা বলতে চাইনি কিংবা কেউ স্বেচ্ছায় কিছু জানাতে চায় তাদের জন্য এ গণশুনানীর ব্যবস্থা করা হয়। যারাও বেঁচে আছেন তারা গুরুত্ব অবস্থায় আইসিইউতে। দুইএকজন সুস্থ হলে আমরা তাদের সঙ্গেও কথা বলবো। তারপর আমরা প্রতিবেদন জমা দিবো। আমরা সবার কথা শুনছি। নির্দিষ্ট সময়েই প্রতিবেদন জমা দেয়া হবে।

[৬] এ ঘটনায় শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা বিবিকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী বৃহস্পতিবার কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়