শিরোনাম
◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী সদরসহ ৫ উপ‌জেলা‌তেই, ইউএনও’র বাসভবনে নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন

‌মোঃ ইউসুফ : [২] দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানম ও তার পিতা বীরমু‌ক্তি‌যোদ্ধা মোঃ ওমর আলীর কু‌পি‌য়ে জখম করে মে‌রে ঘটনায় সারা‌দেশে সতর্কতা স্বরুপ রোববার ৬ সে‌প্টেম্বর সকা‌লে রাজবাড়ীর ৫ টি উপ‌জেলায় নির্বাহী অ‌ফিসা‌রে বাস ভব‌নের নিরাপত্তার কার‌ণে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, উপ‌জেলায় বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলায়, পাংশা উপ‌জেলায় ও কালুখালী উপজেলাগু‌তেই নির্বাহী অ‌ফিসা‌রের বাসভবনে সশস্ত্র আনসার সদস্যদর‌কে মোতায়েন করা হয়েছে।

[৩] গত শুক্রবার ৪সে‌প্টেম্ব‌রে রাত ৯টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিষয়‌টি নিশ্চত ব‌লেন,‌দিনাজপু‌রের ঘোড়াঘা‌টের উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) ওয়া‌হিদা খান‌মের উপ‌রে যে ভা‌বে কু‌পি‌য়ে হত্যা কর‌তে চে‌য়েছি‌লো তারই ধারাবা‌হিকতা কার‌নে রাজবাড়ী ৫টি উপ‌জেলা‌তে নির্বাহী অ‌ফিসা‌রের বাসভব‌নে নিরাপত্তার কার‌নেই আনসার সদস্য‌দেরকে মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

[৪] রাজবাড়ী জেলায় নির্বাহী অ‌ফিসা‌রের বাসভব‌নে নিরাপত্তা জনিত কারণে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার কালুখা‌লি, পাংশা উপ‌জেলায়,বা‌লিয়াকা‌ন্দি‌তে এই ৫ উপ‌জেলা‌তেই নির্বাহী অ‌ফিসা‌রের বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

[৫] জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ডার মোঃ রাশেদুজ্জামান ব‌লেন,আমা‌দের ঢাকার প্রধান কার্য্যল‌য়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলার ইউএনও’র বাস ভবনে গত শক্রবার সশস্ত্র আনসার সদস্য নিযুক্ত করেছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আনসার সদস্য মোতায়েন থাকবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়