রাহুল রাজ : [২] বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আজ বিকেলে। তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন। সেইসাথে সকল ডেলিগেট এবং সংশ্লিষ্টদের নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন। করোনার উপসর্গ থাকলে কাউকে নির্বাচন কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবেনা।
[৩] নির্বাচনী তফসিলে বলা হয়েছে-
[৪] মনোনয়ন পত্র বিতরণ: ৫-৭ সেপ্টেম্বর
[৫] মনোনয়ন পত্র জমা: ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা
[৬] আপত্তি: ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা
[৭] মনোনয়ন বাছাই: ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে
[৮] মনোনয়ন প্রত্যাহার: মনোনয়নপত্র জমার পর থেকে ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত
[৯] চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৩ সেপ্টেম্বর।
[১০] বাফুফের হিসাব শাখা থেকে মনোনয়নপত্র ক্রয় করা যাবে। বাফুফে সভাপতি পদের মনোনয়ন পত্রের মূল্য ১ লাখ টাকা, সিনিয়র সহ সভাপতি ৭৫ হাজার, সভাপতি ৫০ হাজার এবং সদস্য পদে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য অফেরতযোগ্য।
ঢাকার হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকে আগামী ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।