শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপহরণের ৮ দিন পরেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহ কালীগঞ্জে ৯ম শ্রেণীর এক ছাত্রী অপহরণের অভিযেগে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বুধবার (২ সেপ্টেম্বর) অপহরনের সাথে জড়িত ৭ জনের নাম উল্লেখপূর্বক মামলাটি দায়ের করেছেন।

[৩] ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ২৫ আগষ্ট সকালে তার কন্যা সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী মারিয়া খাতুন উপবৃত্তি সংক্রান্ত কাজে বিদ্যালয়ে যায়। কিন্তু সন্ধ্যা রাত পেরিয়ে গেলেও তার কন্যা বাড়িতে না আসায় পরদিন তিনি থানাতে একটি জিডি করেন।

[৪] পরবর্তীতে তারা জানতে পারেন, ওইদিন স্কুল থেকে বাড়ী ফেরার পথে দুপুর ১ টার দিকে তপু, মেহেদী ও রনজিত কুমারসহ একদল অপহরনকারী তার কন্যাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট বিষয়টি জানান। থানায় একটি সাধারণ ডাইয়েরী করেন। এদিকে অপহরনের ৮ দিন পার হয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার না হওয়ায় পরিবারের মধ্যে খুন, গুম বা পাচারের সন্দেহ দানা বাধছে।

[৫] ওই মামলার আই ও কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মন্জুরুল ইসলাম জানান, নিখোঁজের পরদিন ওই ছাত্রীর অভিভাবক থানাতে একটি জিডি করেছিলেন। পরবর্তীতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা অভিযুক্ত ৭ জনের নামে থানাতে একটি এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে ওই ২ সেপ্টেম্বর বুধবার মামলাটি রেকর্ড করেছেন। তিনি জানান, অপহৃত ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়