শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড-১৯ আক্রান্ত হল নবজাতক

তৌহিদুর রহমান নিটল: [২] অন্তঃসত্ত্বা রত্না বেগম (১৯) করোনা পজিটিভ ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে সন্তান জন্ম দিয়েছেন তিনি। জন্মের এক দিন পর নবজাতকের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এলেও চার দিন পর মায়ের ফল নেগেটিভ আসে। বর্তমানে প্রসূতি নেগেটিভ হলেও নবজাতক ছেলে এখনো করোনা পজিটিভ। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে প্রসূতি রত্না বেগম তাঁর করোনায় আক্রান্ত নবজাতককে নিয়ে বাড়িতে ফিরেছেন।
[৩] রত্না ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার গ্রামের খাঁ বাড়ির ফরহাদ মিয়ার স্ত্রী। ফরহাদ মিয়া বলেন, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাঁর স্ত্রী গত ৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

[৪] গত ২০ আগস্ট তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ ধরা পড়ে। সন্তান প্রসবের সময় এগিয়ে এলে জেলা শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে স্ত্রীর অস্ত্রোপচারের জন্য যোগাযোগ করেন তিনি। কিন্তু করোনা পজিটিভ বলে কোনো হাসপাতালই স্ত্রীর অস্ত্রোপচার (সিজার) করাতে রাজি হয়নি। পরে স্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

[৫] ওই হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিকিৎসক আবু সাঈদ অস্ত্রোপচার করাতে রাজি হন। শেষ পর্যন্ত করোনা আইসোলেশন ইউনিটে সিজারের মাধ্যমে তাঁর স্ত্রী ছেলেসন্তানের জন্ম দেন। হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রঞ্জিত বিশ্বাস বলেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে গাইনি বিভাগের রেজিস্ট্রার চিকিৎসক নিয়ে ওই নারীর অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরের দিন নমুনা পরীক্ষা করা হলে নবজাতকের শরীরে করোনা পজিটিভ আসে। ২৭ আগস্ট সিজারের মাধ্যমে ওই নারী ছেলেসন্তানের জন্ম দেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়