শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যামাজন ড্রোনে পণ্য সরবরাহের অনুমোদন পেল

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের কম ঘনবসতি এলাকায় এসব ড্রোন ৫ পাউন্ড বা তারচেয়ে কম ওজনের জিনিসপত্র সরবরাহ করবে। অনুমোদন পাওয়ায় এর পরীক্ষা শীঘ্রই শুরু করতে যাচ্ছে অ্যামাজন। ২০১৩ সালে ৩০ মিনিট বা কম সময়ের মধ্যে এধরনের পণ্য ড্রোনে করে পৌঁছে দেয়া শুরু করে অ্যামাজন। কিন্তু হার্ডওয়্যার ইস্যু ও নিরাপত্তা বিধির কারণে অনুমোদন প্রয়োজন পড়ে। মার্কিন ফেডারেল এভিয়েশন এ্যাডমিনেস্ট্রশন সে অনুমোদন দেয়ায় ড্রোন ব্যবহারে অ্যামাজনের আর কোনো বাধ রইল না। সিএনবিসি

ড্রোনে পণ্য সরবরাহের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ছিল কি না তার প্রমাণ দিতে হয়েছে অ্যামাজনকে। আগামী চার থেকে পাঁচ বছরের মাথায় অ্যামাজনের এধরনের ড্রোনে পণ্য সরবরাহ রীতিমত কার্যকর হয়ে উঠবে বলে জানিয়েছেন কোম্পানির সিইও জেফ বোজোস। গত বছর মার্কিন ফেডারেল এভিয়েশন এ্যাডমিনেস্ট্রশন কোনো দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার জন্যে কম ঘনবসতি এলাকায় ও ৫ পাউন্ডের বেশি ওজনের পণ্য ড্রোনে সরবরাহের বিষয়টি শর্ত হিসেবে আরোপ করে। সর্বশেষ অনুমোদনকে প্রাইম এয়ারের ভাইস প্রেসিডেন্ট ডেভিড কার্বন এক বিবৃতিতে সামনের দিকে এগিয়ে যেতে খুবই জরুরি হিসেব উল্লেখ করেছেন। ধাপে ধাবে একদিন সারাবিশে^ এধরনের ড্রোনে পণ্য সরবরাহ করা সম্ভব হবে বলে ডেভিড আশাবাদ ব্যক্ত করেন।

ডেভিড আরো বলেন প্রযুক্তির উন্নয়ন ও ক্রমাগত সংস্কার করা হবে যাতে এ সরবরাহ ব্যবস্থাকে বিশ^মানে উন্নীত করা যায়। আমাদের লক্ষ্য হচ্ছে ৩০ মিনিটে পণ্য পৌঁছে দেয়া। ২০১৬ সালে একটি টেলিভিশন ও পপকর্ন প্যাকেট কেমব্রিজে এক গ্রাহকের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। এর এক বছর পর অ্যামাজন ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসের একটি রিসোর্টে সানস্ক্রিনের বোতল পৌঁছে দেয়া হয়। তবে অ্যামাজনের মত অন্যান্য কোম্পানি ড্রোনের সাহায্যে পণ্য সরবরাহে উৎসাহী বলে মার্কিন ফেডারেল এভিয়েশন এ্যাডমিনেস্ট্রশন বিষয়টিকে একটি বিধিমালার ভেতরে আনতে চাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়