শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ করলেন সাবেক রেলমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে মঙ্গরবার বৃক্ষের চারা রোপণ করেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ-সদস্য মো. মুজিবুল হক ।

[৩] মো. মুজিবুর হক বলেন, মুজিববর্ষ-২০২০ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের সংসদের অভিভাবক স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ২৬ জুলাই সংসদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আমি আজ একটি নারিকেল গাছের চারা রোপণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

[৪] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ি আমার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামের প্রায় ৪৬৮টি (চারশত আটষট্রি) গ্রামে বিভিন্ন প্রজাতির পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ করেছি। আশা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষেরোপণ কর্মসূচি শতভাগ সফর হবে।

[৫] মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এ সিদ্ধান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়