শিরোনাম
◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ করলেন সাবেক রেলমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে মঙ্গরবার বৃক্ষের চারা রোপণ করেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ-সদস্য মো. মুজিবুল হক ।

[৩] মো. মুজিবুর হক বলেন, মুজিববর্ষ-২০২০ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের সংসদের অভিভাবক স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ২৬ জুলাই সংসদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আমি আজ একটি নারিকেল গাছের চারা রোপণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

[৪] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ি আমার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামের প্রায় ৪৬৮টি (চারশত আটষট্রি) গ্রামে বিভিন্ন প্রজাতির পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ করেছি। আশা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষেরোপণ কর্মসূচি শতভাগ সফর হবে।

[৫] মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এ সিদ্ধান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়