রাহুল রাজ : [২] উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘৬২ তম ইউসিসিসি অনলাইন ব্লিট্জ টুর্নামেন্ট’ এ আবু হানিফ চ্যাম্পিয়ন, মো. মঞ্জুর আলম রানারআপ এবং অভিক সরকার তৃতীয় হয়েছেন।
[৩] ৩০ আগস্ট, রোববার রাত ৯ টা থেকে এরিনা পদ্ধতিতে লিচেসে আয়োজিত এই টুর্নামেন্টে ৭৮ জন দেশি-বিদেশি দাবাড়ু অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন হওয়ার পথে আবু হানিফ ১৯ খেলায় সর্বোচ্চ ৪৫ পয়েন্ট অর্জন করেন। রানারআপ মঞ্জুর আলম ১৮ খেলায় ৩৮ এবং তৃতীয় অভিক ২০ খেলায় ৩৩ পয়েন্ট অর্জন করেন।
[৪] ৩১ পয়েন্ট করে পেয়ে মতিউর রহমান মামুন চতুর্থ, ২৭ পয়েন্ট পেয়ে কামরুল হাসান মিল্টন পঞ্চম, ২৬ পয়েন্ট পেয়ে মো. আসাদুজ্জামান ষষ্ঠ এবং ২৫ পয়েন্ট পেয়ে জুয়েল খান সপ্তম হন।
[৫] ২৪ পয়েন্ট করে পেয়ে ষষ্ঠ থেকে দশম হন যথাক্রমে আনোয়ার হোসেন দটাইব্রেকিংয়ে অষ্টম থেকে একাদশ হন যথাক্রমে সোহান শেখ, মুন্সের আলী লিমন, যদুনাথ বিশ্বাস এবং এসএম সাজিদ।
[৬] ১৮ পয়েন্ট পেয়ে সম্মিলিত তালিকায় ২৩ তম এবং বেস্ট ফিমেল হয়েছেন জাবাশ্রী দাশ গুপ্তা।