শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি যে কোনো নির্বাচন এলেই তারস্বরে চিৎকার শুরু করে: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি নির্বাচনে জয়ের আগেই পরাজিত হয়। সকারের নাকি জনসমর্থন নেই। জনসমর্থন আছে কি নেই, তার মানদন্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছে? নির্বাচন যদি মানদণ্ড হয়, সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে তাদের অবস্থান স্পষ্ট হবে।

[৩] তিনি বলেন, বিএনপি আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত। তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বার বার প্রত্যাখ্যান করে, তাদের মুখে এমন কথা শোভ পায় না।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জাতীয় সংসদের আসন্ন ৫টি আসনে উপ-নির্বাচনে ১টি আসনের মনোনয়ন দেয়া হয়েছে। বাকি আসনগুলোতে তফসিল ঘেষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় সভাপতি শেখ হাসিনার ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।

[৫] তিনি আরও বলেন, করোনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই সিটি করপোরেশনসহ সারাদেশের পৌর সভাগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার আহবান জানান সেতুমন্ত্রী।

[৬] সোমবার মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নব-নির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়