ডেস্ক রিপোর্ট : বাই-আউট ক্লজ ছাড়া বার্সেলোনা ছাড়তে পারবেন না আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি, আজ এমনটা জানিয়ে দিলো স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, বার্সেলোনায় মেসির চুক্তির মেয়াদ পূর্ণ করার শর্তটি এখনও কার্যকর আছে। তাই আগেভাগে দল ছাড়তে হলে বাই-আউট ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে মেসিকে।
গত মঙ্গলবার বার্সেলোনার সাথে দীর্ঘ ১৯ বছরের সর্ম্পকের ইতি টানার ঘোষণা দেন মেসি। কিন্তু ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সার সাথে চুক্তি আছে তার।
আর বার্সার সাথে মেসির বাই-আউট ক্লজ ৭শ মিলিয়ন ইউরো। বাই-আউট অকার্যকর করে বিনামূল্যে অন্য ক্লাবে যেতে চান মেসি।
ইত্তেফাক, বিডি নিউজ