শিরোনাম
◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাকিমপুরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি: [২] জেলার হাকিমপুরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৩৫ পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

[৩] শুক্রবার দিবাগত রাতে হাকিমপুরের বোয়ালদাড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।

[৪] আটকরা হলেন, হাকিমপুরের কাকড়াপালী গ্রামের মোবারক হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৮), নবাবগঞ্জ উপজেলার বাদে হরিনা গ্রামের মৃত কালিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫০), তিনি ওই উপজেলার পুটিমাড়া ইউনিয়নের ইউপি সদস্য, রংপুরের কোতয়ালি থানার শান্তিধাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আশিকুর রহমান (২৯)।

[৫] হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, হাকিমপুরের বোয়ালদাড় গ্রামে মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার রাতে ওই স্থানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় হাতেনাতে ৩৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ বিপ্লব, আনোয়ার ও আশিকুর নামের ওই তিনজনকে আটক করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

[৬] পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়