লালমনিরহাট প্রতিনিধিঃ [২] শুক্রবার রাতে উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের কোটতলী কালিরথান
এলাকার স্থানীয় বাসিন্দা জাকির মিয়ার বসতবাড়িতে দুই নারী ও দুই খদ্দেরসহ অবৈধকাজে লিপ্ত রয়েছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।
[৩] এ সময় নারীসহ চার জনকে আটক করা হয়। আটককৃতরা হলো ঢাকার দক্ষিনখানে বসবাসরত এক নারী ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার অপর এক নারীসহ বরিশাল জেলার বর্তমানে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রামদয়ালের কামাত এলাকার আতাউর রহমান (৩৫) ও উপজেলার বেংকান্দা এলাকার আব্দুস সালাম (৩০)।
[৪] একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, ওই বাড়িতে দেহ ব্যবসা হয়। এ ঘটনা জানতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় বাড়ির মালিক উপস্থিত ছিলেন না।
[৫] পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘বাসা বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় এলাকাবাসীর দেওয়া সংবাদে ঘটনাস্থলে গিয়ে দুুই নারীসহ চার জনকে আটক করা হয়। আটককৃতদেরকে শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।’ সম্পাদনা: জেরিন আহমেদ