শিরোনাম
◈ গুম ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় পরবর্তী শুনানি ৩ ও ৭ ডিসেম্বর ◈ ঢাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় বড় পরিবর্তন: রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসছে, অমান্য করলেই স্বয়ংক্রিয় মামলা ◈ বিশ্বকাপের আগে ‘দুর্বল’ দেশগুলোকে নিয়ে সি‌রিজ ফুটবল আয়োজনে ফিফা ◈ ইং‌লিশ লি‌গে ন‌টিংহ‌্যা‌মের কা‌ছে পরা‌জিত লিভারপুল ◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

দুর্গাপুর প্রতিনিধি: [২] রাস্তার পাশে থাকা ব্লকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কের শুকনাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মোটর সাইকেলের অপর তিন আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৩] নিহত চালক ওই মহাসড়কের কালামার্কেট পুর্ব পাশে শান্তিপুর এলাকার মৃত মকরম ফকিরের ছেলে আইনুল হক (১৯)। গুরুতর আহত তিন আরোহীরা হলেন একই মহল্লার আরশাদ আলীর ছেলে শান্ত (১৭), নবী হোসেনের ছেলে দুলাল (১৮) ও মৃত ইসলাম উদ্দিনের ছেলে ইব্রাহিম (১৫)। নিহত ও আহতের সকলেই রাজ মিস্ত্রী পেশার সাথে জড়িত বলে জানা গেছে।

[৪] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চালক আইনুল নিজের মোটর সাইকেলে সমবয়সি তিনজনকে নিয়ে উপজেলার ঝাঞ্জাইল বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কের শুকনি ব্রীজ পার হয়ে আরিফ উদ্দিন পুকুর পাড়ে কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্লকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক আইনুল হক মারা যান এবং গুরুতর আহত অপর তিন আরোহীকে প্রথমে দুর্গাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

[৫] এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. শাহ নুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজেই মটর সাইকেলে চালক নিজেই মারা গিয়েছে। আহত অপর তিন আরোহী ময়মনসিংহ হাসপাতালে রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়