শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতভাগ বিদ্যুতায়নে বরুড়া-মুরাদনগর জাতীয় গ্রীডে যুক্ত হলো চৌদ্দগ্রাম উপকেন্দ্র

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] কুমিল্লা জেলায় বরুড়া ও মুরাদনগরে শতভাগ বিদ্যুতায়ন হলো। এছাড়াও জাতীয় গ্রীডে যুক্ত হলো চৌদ্দগ্রাম ১৩২/৩৩ কেভি গ্রীড উপ-কেন্দ্র।

[৩] বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

[৪] বিদ্যুৎ বিভাগ কর্তৃক নির্মাণ সমাপ্ত দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এছাড়াও জাতীয় গ্রীডে সংযুক্ত নতুন ১১টি গ্রীড উপকেন্দ্র। যার মধ্যে রয়েছে চৌদ্দগ্রাম ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র।
৫.১৬ এশর জমিতে এর নির্মাণ ব্যয় হয়েছে ৫৮.৩৪ কোটি টাকা প্রায়। উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ছিলো জাপান ইন্টারন্যাশনাল কো-অপরারেশন এজেন্সি (জাইকা)।

[৫] এছাড়াও ৬টি নতুন সঞ্চালন লাইন এবং ১৮টি জেলার ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় যুক্ত হয়। যার মধ্যে রয়েছে কুমিল্লা বরুড়া ও মুরাদনগর উপজেলা। যার মধ্যে বরুড়া উপজেলার জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১- এর আওতায় রয়েছে মোট তিনটি উপকেন্দ্র। যেখানে ৩৩৫টি গ্রামে সংযোগ প্রদান করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৯’শ ৮৭টি। অর্থ ব্যয় হয়েছে ২৪৮.৬৯ কোটি টাকা। এছাড়া মুরাদনগরে ৩টি উপকেন্দ্রে ৩০৫টি গ্রামে ১ লাখ ৬৪ হাজার ৫১৫টি সংযোগ দেয়া হয়েছে। অর্থ ব্যয় হয়েছে ২৯১.৫৩ কোটি টাকা।

[৬] কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি ও নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

[৭] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএসহ বিদ্যুৎ বিভাগ, পিজিসিবি, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়