শিরোনাম
◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও)

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতভাগ বিদ্যুতায়নে বরুড়া-মুরাদনগর জাতীয় গ্রীডে যুক্ত হলো চৌদ্দগ্রাম উপকেন্দ্র

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : [২] কুমিল্লা জেলায় বরুড়া ও মুরাদনগরে শতভাগ বিদ্যুতায়ন হলো। এছাড়াও জাতীয় গ্রীডে যুক্ত হলো চৌদ্দগ্রাম ১৩২/৩৩ কেভি গ্রীড উপ-কেন্দ্র।

[৩] বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

[৪] বিদ্যুৎ বিভাগ কর্তৃক নির্মাণ সমাপ্ত দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এছাড়াও জাতীয় গ্রীডে সংযুক্ত নতুন ১১টি গ্রীড উপকেন্দ্র। যার মধ্যে রয়েছে চৌদ্দগ্রাম ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র।
৫.১৬ এশর জমিতে এর নির্মাণ ব্যয় হয়েছে ৫৮.৩৪ কোটি টাকা প্রায়। উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ছিলো জাপান ইন্টারন্যাশনাল কো-অপরারেশন এজেন্সি (জাইকা)।

[৫] এছাড়াও ৬টি নতুন সঞ্চালন লাইন এবং ১৮টি জেলার ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় যুক্ত হয়। যার মধ্যে রয়েছে কুমিল্লা বরুড়া ও মুরাদনগর উপজেলা। যার মধ্যে বরুড়া উপজেলার জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১- এর আওতায় রয়েছে মোট তিনটি উপকেন্দ্র। যেখানে ৩৩৫টি গ্রামে সংযোগ প্রদান করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৯’শ ৮৭টি। অর্থ ব্যয় হয়েছে ২৪৮.৬৯ কোটি টাকা। এছাড়া মুরাদনগরে ৩টি উপকেন্দ্রে ৩০৫টি গ্রামে ১ লাখ ৬৪ হাজার ৫১৫টি সংযোগ দেয়া হয়েছে। অর্থ ব্যয় হয়েছে ২৯১.৫৩ কোটি টাকা।

[৬] কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি ও নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

[৭] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএসহ বিদ্যুৎ বিভাগ, পিজিসিবি, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়