মহসীন কবির : [২] বুধবার (২৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ-৬ দফা’ শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ বিতরণ অনুষ্ঠানে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
[৩] তিনি বলেন, কারো পরামর্শে নয়, ৬ দফা জাতির পিতা বঙ্গবন্ধুর নিজস্ব চিন্তার ফসল। করোনাভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে যাওয়ায়, দেশের মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত না করতেই বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর আয়োজন ডিজিটাল করা হচ্ছে।
[৩] বাঙালির মুক্তির সনদ ৬ দফা সম্পর্কে প্রজন্ম থেকে প্রজন্ম জানবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।