শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ সিলেটে মৃত্যুহীন একদিনে সুস্থ ৪ শতাধিক

হাসান শামীম: [২] সোমবারে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে কারো মৃত্যু ঘটেনি।

[৩] এ সময়ে কোভিডে আক্রান্ত প্রায় চারশতাধিক মানুষ সুস্থ হয়েছেন।

[৪] কোভিডের বিস্তার রোধে এমন উন্নতিতে আশার আলো দেখছেন দুটি পাতা একটি কূড়ির দেশের মানুষ।

[৫] গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১০৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪৪১ জন।

[৬] সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৪০১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৪ জন। হবিগঞ্জে এ সময়ে কেউ সুস্থ হননি। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৩৬ জন।

[৭] সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৩৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৯৩২ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৫৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৩৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৮] গতকাল সিলেট বিভাগে শনাক্ত ১০৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৯ জন ও সুনামগঞ্জে ২৪ জন। হবিগঞ্জে ১৮ জন শনাক্ত হন। মৌলভীবাজারে ১৬ জন শনাক্ত হন। সিলেটের চার জেলায় ১৪২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৬ হাজার ৬৮৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৮১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়