শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ সিলেটে মৃত্যুহীন একদিনে সুস্থ ৪ শতাধিক

হাসান শামীম: [২] সোমবারে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে কারো মৃত্যু ঘটেনি।

[৩] এ সময়ে কোভিডে আক্রান্ত প্রায় চারশতাধিক মানুষ সুস্থ হয়েছেন।

[৪] কোভিডের বিস্তার রোধে এমন উন্নতিতে আশার আলো দেখছেন দুটি পাতা একটি কূড়ির দেশের মানুষ।

[৫] গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১০৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪৪১ জন।

[৬] সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৪০১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৪ জন। হবিগঞ্জে এ সময়ে কেউ সুস্থ হননি। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৩৬ জন।

[৭] সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ১২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৩৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৯৩২ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৫৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৩৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৮] গতকাল সিলেট বিভাগে শনাক্ত ১০৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৯ জন ও সুনামগঞ্জে ২৪ জন। হবিগঞ্জে ১৮ জন শনাক্ত হন। মৌলভীবাজারে ১৬ জন শনাক্ত হন। সিলেটের চার জেলায় ১৪২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৬ হাজার ৬৮৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৮১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়