নূর মোহাম্মদ : [২] এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ রুল জারি করেন।
[৩] শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, চিটাগাং গ্রামার স্কুল, ঢাকা ও স্কলাস্টিকা কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
[৪] এছাড়া স্কুলগুলোকে কোভিড চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায়যোগ্য ফি নিয়ে তিন মাসের মধ্যে একটি পরিকল্পনা প্রস্তুত করে তা সরকারের কাছে দিতে বলেছেন আদালত।