শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ার হলে পিলখানা হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: রিজভী (ভিডিও)

শাহানুজ্জামান টিটু: [২]তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একথা বলেন। তিনি বলেন, বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডে তিনি (প্রধানমন্ত্রী) সরকারের নেতৃত্বে ছিলেন। ২১ আগস্ট সংক্রান্ত মামলায় ৬বার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে আওয়ামী লীগের ঘরের ছেলে কাহার আকন্দকে অবসর থেকে ডেকে এনে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।

[৩] রুহুল কবির রিজভী বলেন, তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দীন-ফখরুদ্দীনের সরকারের সময়ও তদন্ত শেষে অভিযোগ পত্রে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের নাম ছিলো না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বোমা হামলার মামলাকে রাজনীতিকীকরণ করেছে। প্রকৃত সত্যকে ঢাকতে আওয়ামী সরকার প্রকৃত কুশিলবদের আড়াল করতে চেয়েছে।

[৪] তিনি বলেন, যারা বোমা হামলা করেছে তারা আওয়ামী লীগেরই দোসর, বোমা হামলার ঘটনা ও পরবর্তীতে আওয়ামী প্রভাবিত মামলার কার্যক্রমে সেটাই প্রমাণিত হয়। এই কারণেই তারা ‘ক্যালকুলেটেড’ বোমা হামলা করেছে। তাদের সমর্থক দেশী-বিদেশী এজেন্টরাই এই ভয়াবহ হামলার সাথে জড়িত বলে জনগণ বিশ্বাস করে।

[৫] রিজভী বলেন, আওয়ামী লীগ গণভিত্তি হারিয়ে ১০৫ ডিগ্রি জ্বরে ভোগা রোগির মতো এখন প্রলাপ বকছে। এবারে এদের আমলে শুরু থেকেই বাংলাদেশের সর্বত্র রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষের কাছে বাংলাদেশের বর্তমান ছবিটা যেন শুধুই গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা ও গুমের।

[৬] রোববার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়