শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কথিত ইমাম মাহদী পরিচয় দেয়া মুস্তাককে খুঁজছে পুলিশ

ইসমাঈল ইমু : [২] নিজেকে ইমাম মাহদী দাবি করা সৌদী প্রবাসী মুস্তাক মুহাম্মদ আরমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়।

[৩] সিটিটিসি সূত্র জানায়, মুস্তাক মুহাম্মদ আরমান খান দীর্ঘদিন ধরে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করে আসছিলেন। ইসলাম ধর্মের অপব্যাখামূলক, মনগড়া ও ভিত্তিহীন এসব বক্তব্য অডিও-ভিডিও আকারে ইউটিউব চ্যানেল ‘তাকওয়া অনলাইন টিভিসহ’ অন্যান্য ইউটিউব চ্যানেল এবং ‘মুস্তাক মুহাম্মদ আরমান খান’ নামের ফেসবুক আইডি হতে প্রচার করে আসছিলেন।

[৪] এসব ভিডিওতে তিনি নিজেকে মহানবী হযরত মুহাম্মদের (স.) বংশধর হিসেবে দাবী করেন এবং স্বপ্নযোগে ইমাম মাহদী হিসেবে ঘোষিত হবার বার্তা প্রাপ্ত হন বলে প্রচার করেন। ইমাম মাহদীর পরিচয়ে এ ধরনের অসত্য, বিভ্রান্তিকর বক্তব্য ও তথ্যে দেশের ধর্মপ্রাণ বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনভুতিতে আঘাতসহ ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এমনকি ওই ব্যক্তি ভিডিও বার্তায় তার কাছে কথিত ‘বায়াত’ গ্রহণের জন্য বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর প্রতি আহবান জানান।

[৫] সাম্প্রতি কথিত ইমাম মাহদী ওরফে মুস্তাকের বক্তব্যে বিভ্রান্ত হয়ে বাংলাদেশ থেকে তার ‘বায়াত’ গ্রহণ করে ইমাম মাহদীর সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশ নিতে বাড়ি ছাড়েন। কথিত জিহাদে অংশ নিতে সৌদী আরব যাওয়ার সময় গত ৪ মে ১৭ জন এবং ৭ মে ২ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের বিরুদ্ধে এরই মধ্যে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়