শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালোবাসার কাছে বিক্রি হতে পারি, কিন্তু টাকার কাছে কখনও বিক্রি হবো না : মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ক্রিকেটের কাপ্তানের দায়িত্ব ছেড়ে দিলেও এখনও অনেক ক্রিকেটারের কাছে তিনি অভিভাবক। ক্রিকেটের প্রতি নিজের নিবেদন এবং দেশকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য।

[৩] সেই মাশরাফি বিন মুর্তজা রাজনীতির মাঠও জয় করতে চান সততা ও একাগ্রতা দিয়ে। মানুষের পাশে থাকতে চান সেবক হয়ে।

[৪] রাজনীতি মাশরাফির পেশা নয়। তার মতে, রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতি মানুষের সেবার জন্য, উপকারের জন্য। মাশরাফির পেশা খেলা, রাজনীতিকে নিয়েছেন নেশা হিসেবে।

[৫] কারণ পেশা দিয়ে মানুষ আয় করে কিন্তু রাজনীতি করতে হবে মানুষের উপকারের জন্যে। তাই সেটা পেশা হতে পারে না। রাজনীতি দিয়ে উপার্জনের কোনো চিন্তাও নেই মাশরাফির।

[৬] স¤প্রতি নিজ জেলা নড়াইল-২ আসনে এক সভায় মাশরাফি জানান, ভালোবাসার কাছে বিক্রি হতে পারি, কিন্তু টাকার কাছে কখনও বিক্রি হবো না তিনি। এমনকি জনগণের পিছনে যে টাকা খরচ করছেন সেটা মাশরাফির উপার্জন থেকেই করছেন।

[৭] রাজনীতির চেয়ারের প্রতি কোন লোভ নেই টাইগার ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়কের। মাশরাফির ভাষায়, “জনগনের পেছনে যে টাকা খরচ করেছি তা আমার একান্ত ব্যক্তগত উপার্জনের টাকা। কারো কাছ থেকে চারআনা পয়সা নিইনি। ভালোবাসার কাছে আমি বিক্রি হতে পারি কিন্তু টাকার কাছে কোন দিন বিক্রি হবো না।

[৮] এই চেয়ারের প্রতি আমার কোন লোভ নেই। আমি আমার দেশকে ভালোবাসি। মানুষের সেবা করতে চাই। রাজনীতি আমার পেশা না নেশা এখন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়