শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালোবাসার কাছে বিক্রি হতে পারি, কিন্তু টাকার কাছে কখনও বিক্রি হবো না : মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ক্রিকেটের কাপ্তানের দায়িত্ব ছেড়ে দিলেও এখনও অনেক ক্রিকেটারের কাছে তিনি অভিভাবক। ক্রিকেটের প্রতি নিজের নিবেদন এবং দেশকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য।

[৩] সেই মাশরাফি বিন মুর্তজা রাজনীতির মাঠও জয় করতে চান সততা ও একাগ্রতা দিয়ে। মানুষের পাশে থাকতে চান সেবক হয়ে।

[৪] রাজনীতি মাশরাফির পেশা নয়। তার মতে, রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতি মানুষের সেবার জন্য, উপকারের জন্য। মাশরাফির পেশা খেলা, রাজনীতিকে নিয়েছেন নেশা হিসেবে।

[৫] কারণ পেশা দিয়ে মানুষ আয় করে কিন্তু রাজনীতি করতে হবে মানুষের উপকারের জন্যে। তাই সেটা পেশা হতে পারে না। রাজনীতি দিয়ে উপার্জনের কোনো চিন্তাও নেই মাশরাফির।

[৬] স¤প্রতি নিজ জেলা নড়াইল-২ আসনে এক সভায় মাশরাফি জানান, ভালোবাসার কাছে বিক্রি হতে পারি, কিন্তু টাকার কাছে কখনও বিক্রি হবো না তিনি। এমনকি জনগণের পিছনে যে টাকা খরচ করছেন সেটা মাশরাফির উপার্জন থেকেই করছেন।

[৭] রাজনীতির চেয়ারের প্রতি কোন লোভ নেই টাইগার ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়কের। মাশরাফির ভাষায়, “জনগনের পেছনে যে টাকা খরচ করেছি তা আমার একান্ত ব্যক্তগত উপার্জনের টাকা। কারো কাছ থেকে চারআনা পয়সা নিইনি। ভালোবাসার কাছে আমি বিক্রি হতে পারি কিন্তু টাকার কাছে কোন দিন বিক্রি হবো না।

[৮] এই চেয়ারের প্রতি আমার কোন লোভ নেই। আমি আমার দেশকে ভালোবাসি। মানুষের সেবা করতে চাই। রাজনীতি আমার পেশা না নেশা এখন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়