শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা ◈ প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল ও বাড়িতে থৈ থৈ পানি

ডেস্ক রিপোর্ট : জোয়ারের পানিতে এখন তলিয়েই থাকছে চট্টগ্রামের আগ্রাবাদ-হালিশহরসহ আশপাশের পুরো এলাকা। শুক্রবার (২১ আগস্ট) দুপুরের পর থেকে জোয়ারের পানি ঢুকতে শুরু করলে মাত্র এক ঘণ্টায় বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার মানুষ। সময়টিভি

এদিকে, চতুর্থ দিনের মতো জোয়ারের পানিতে ডুবে যাওয়া মা ও শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকা। থৈ থৈ পানি। কোথাও হাঁটু সমান, আবার কোথা ও কোমর সমান পানিতে ডুবে আছে রাস্তা-অফিসসহ সব কিছু। এই দুরবস্থার মধ্যেই চাকরিজীবী ও নিত্যদিনের কাজ সারতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অনেকের আবার বাসা-বাড়িতেও পানি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বাসা থেকে বের হতে পারি না, চাকরিতে যেতে পারি না। নিজের জরুরি ব্যক্তিগত দরকারেও বাইরে যেতে পারি না।

আরেক বাসিন্দা বলেন, কয়েকদিন পানি দুর্ভোগের কারণে বাঁচতেছি না। বাসাতেও ঢুকে যাচ্ছে পানি।

এদিকে চতুর্থ দিনের মতো জোয়ারের পানিতে তলিয়ে আছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। দুপুর ২টা বাজতেই পানি ঢুকতে শুরু করে হাসপাতাল চত্বরে। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাসপাতাল গেইটের আধ কিলোমিটার আগেই রোগী এবং স্বজনদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আসতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী এবং তাদের স্বজনদের।

এক ব্যক্তি বলেন, হাসপাতালের নিচ তলায় আমার বাচ্চাকে ভর্তি করিয়েছিলাম। কিন্তু নিচ তলায় ময়লা দুর্গন্ধ পানি ঢুকতেছে সেজন্য আমাদেরকে তিন তলায় তুলে দেওয়া হয়েছে।

গত চারদিন ধরে নগরীতে তেমন বৃষ্টি না হলেও সাগর উত্তাল থাকায় জোয়ারের মাত্রা ছিল পার্শ্ববর্তী খাল এবং ড্রেনগুলোর ধারণ ক্ষমতার বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়