শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল ও বাড়িতে থৈ থৈ পানি

ডেস্ক রিপোর্ট : জোয়ারের পানিতে এখন তলিয়েই থাকছে চট্টগ্রামের আগ্রাবাদ-হালিশহরসহ আশপাশের পুরো এলাকা। শুক্রবার (২১ আগস্ট) দুপুরের পর থেকে জোয়ারের পানি ঢুকতে শুরু করলে মাত্র এক ঘণ্টায় বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার মানুষ। সময়টিভি

এদিকে, চতুর্থ দিনের মতো জোয়ারের পানিতে ডুবে যাওয়া মা ও শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকা। থৈ থৈ পানি। কোথাও হাঁটু সমান, আবার কোথা ও কোমর সমান পানিতে ডুবে আছে রাস্তা-অফিসসহ সব কিছু। এই দুরবস্থার মধ্যেই চাকরিজীবী ও নিত্যদিনের কাজ সারতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অনেকের আবার বাসা-বাড়িতেও পানি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, বাসা থেকে বের হতে পারি না, চাকরিতে যেতে পারি না। নিজের জরুরি ব্যক্তিগত দরকারেও বাইরে যেতে পারি না।

আরেক বাসিন্দা বলেন, কয়েকদিন পানি দুর্ভোগের কারণে বাঁচতেছি না। বাসাতেও ঢুকে যাচ্ছে পানি।

এদিকে চতুর্থ দিনের মতো জোয়ারের পানিতে তলিয়ে আছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। দুপুর ২টা বাজতেই পানি ঢুকতে শুরু করে হাসপাতাল চত্বরে। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাসপাতাল গেইটের আধ কিলোমিটার আগেই রোগী এবং স্বজনদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আসতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী এবং তাদের স্বজনদের।

এক ব্যক্তি বলেন, হাসপাতালের নিচ তলায় আমার বাচ্চাকে ভর্তি করিয়েছিলাম। কিন্তু নিচ তলায় ময়লা দুর্গন্ধ পানি ঢুকতেছে সেজন্য আমাদেরকে তিন তলায় তুলে দেওয়া হয়েছে।

গত চারদিন ধরে নগরীতে তেমন বৃষ্টি না হলেও সাগর উত্তাল থাকায় জোয়ারের মাত্রা ছিল পার্শ্ববর্তী খাল এবং ড্রেনগুলোর ধারণ ক্ষমতার বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়