শরীফ শাওন: [২] নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে মানসম্পন্ন পণ্য উৎপাদনের বিকল্প নেই। এ ক্ষেত্রে আপস করলে জাতির সঙ্গে বেইমানি ও দুর্নীতি বলে বিবেচিত হবে।
[৩] তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের শিল্পোন্নত বাংলাদেশ গড়তে দেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদার করতে হবে। উন্নতমানের পণ্য উৎপাদনে সক্ষম বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে যৌথ বিনিয়োগের শিল্প-কারখানা স্থাপনের সুযোগ কাজে লাগাতে হবে। রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার খালি জমিতে এগ্রো প্রসেসিং, চামড়া, চিনিসহ বিভিন্ন ধরনের আমদানি বিকল্প পণ্য উৎপাদন, মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে।
[৪] বৃহস্পতিবার এক সেমিনারে শিল্পমন্ত্রী নূরুল মজিদ এসব কথা বলেন।
[৫] প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শিল্প কারখানাগুলোকে জনগণের স্বার্থেই জাতীয়করণ করেন। তাঁর হত্যার পর এ বেসরকারি খাতে তা হস্তান্তর করা হয়, দক্ষ কর্মীদের ছাঁটাই করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিল্প খাত, বিশেষ করে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের সম্প্রসারণের বিকল্প নেই। শিল্প স্থাপনে নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দিতে ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সকল সেবা দিতে হবে। সম্পাদনা : খালিদ আহমেদ