শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলী আড়ালে, আবারও জুটি বাঁধলেন শাকিব-মাহী

ইমরুল শাহেদ : এই জুটি ইতোমধ্যে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে তারা ভালোবাসা আজকাল নামে একটি ছবি করেছেন। দৃশ্যত এফডিসির কোনো ফ্লোর বা চত্বরে ছবির শুটিং হতে দেখা না গেলেও থেমে নেই চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম। পরিচালক সমিতিতে ইতোমধ্যে বেশ কিছু নতুন ছবি নিবন্ধিত হয়েছে। নিবন্ধনের বাইরেও রয়েছে অনেক ছবির ঘোষণা।

ছবির জন্য চিত্রনাট্য প্রস্তুত এবং নিবন্ধনসহ প্রাথমিক কার্যক্রমের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যেসব শিল্পীকে বাজার কাটতি মনে হচ্ছিল না, তারা গø্যামার জগতের দর্শক পরিচিতির কারণে আবারও ব্যস্ত হয়ে উঠছেন। অনেক আগে ঘোষিত অনন্য মামুনের নবাব এলএলবি ছবির জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ করেছেন মাহিয়া মাহীকে। এই ছবিতে তার বিপরীতে থাকছেন শাকিব খান।

শিগগিরই ছবিটির কাজ শুরু হবে। শাকিব-মাহীকে জুটিবদ্ধ করে বদিউল আলম খোকনও একটি ছবি শুরু করতে যাচ্ছেন। এর মানে আগে যে ভাবা হতো শাকিব মানেই বুবলী, সে ধারণা আপাতত অতীত হতে শুরু করেছে। বুবলী একটি ছবির কাজ এফডিসিতে শেষ করেই হঠাৎ উধাও হয়ে যান। এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ বলেন তিনি বিদেশে আছেন।

কেউ বলেন বিদেশে গিয়ে তিনি লকডাউনে আটকে গেছেন। কেউ কেউ ভিন্ন ইঙ্গিতেও কথা বলছেন। তারা বলছেন, এক সময় অপু বিশ্বাসের মতোই তার উদয় হবে। শাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর অপু বিশ্বাসও আবার চলচ্চিত্রে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন। কিন্তু অনিয়ম করার অতীত দুর্নাম এখনো তিনি কাটিয়ে উঠতে পারেননি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের ‘আশীর্বাদ’ ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েও বাদ পড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মাহী। তারপরও শোনা যাচ্ছে, কয়েকজন অনুদানের ছবির নির্মাতা তাকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। মানিকের ঘটনার পর তাদের মধ্যে একটা দোটানা ভাবও কাজ করছে। অনুদানের ছবিগুলোর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

অপু যদি অনিয়ম করেন তাহলে কাজ শেষ করতে বিলম্ব হবে। অথচ শাকিব-অপু এক সময় ছিল দর্শক পছন্দের জুটি। পপি, অপু, বুবলীর পর এবার শাকিব-মাহী - দেখা যাক এ জুটি কতদূর যেতে পারে। নির্মাতারা মাত্র কয়েক মাস আগেও বুবলীর মধ্যে সম্ভাবনার ইঙ্গিত পেয়েছিলেন। তার অনুপস্থিতিতে মাহী ও পূজা চেরী এগুতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়