শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলী আড়ালে, আবারও জুটি বাঁধলেন শাকিব-মাহী

ইমরুল শাহেদ : এই জুটি ইতোমধ্যে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে তারা ভালোবাসা আজকাল নামে একটি ছবি করেছেন। দৃশ্যত এফডিসির কোনো ফ্লোর বা চত্বরে ছবির শুটিং হতে দেখা না গেলেও থেমে নেই চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম। পরিচালক সমিতিতে ইতোমধ্যে বেশ কিছু নতুন ছবি নিবন্ধিত হয়েছে। নিবন্ধনের বাইরেও রয়েছে অনেক ছবির ঘোষণা।

ছবির জন্য চিত্রনাট্য প্রস্তুত এবং নিবন্ধনসহ প্রাথমিক কার্যক্রমের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যেসব শিল্পীকে বাজার কাটতি মনে হচ্ছিল না, তারা গø্যামার জগতের দর্শক পরিচিতির কারণে আবারও ব্যস্ত হয়ে উঠছেন। অনেক আগে ঘোষিত অনন্য মামুনের নবাব এলএলবি ছবির জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ করেছেন মাহিয়া মাহীকে। এই ছবিতে তার বিপরীতে থাকছেন শাকিব খান।

শিগগিরই ছবিটির কাজ শুরু হবে। শাকিব-মাহীকে জুটিবদ্ধ করে বদিউল আলম খোকনও একটি ছবি শুরু করতে যাচ্ছেন। এর মানে আগে যে ভাবা হতো শাকিব মানেই বুবলী, সে ধারণা আপাতত অতীত হতে শুরু করেছে। বুবলী একটি ছবির কাজ এফডিসিতে শেষ করেই হঠাৎ উধাও হয়ে যান। এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ বলেন তিনি বিদেশে আছেন।

কেউ বলেন বিদেশে গিয়ে তিনি লকডাউনে আটকে গেছেন। কেউ কেউ ভিন্ন ইঙ্গিতেও কথা বলছেন। তারা বলছেন, এক সময় অপু বিশ্বাসের মতোই তার উদয় হবে। শাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর অপু বিশ্বাসও আবার চলচ্চিত্রে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন। কিন্তু অনিয়ম করার অতীত দুর্নাম এখনো তিনি কাটিয়ে উঠতে পারেননি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের ‘আশীর্বাদ’ ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েও বাদ পড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মাহী। তারপরও শোনা যাচ্ছে, কয়েকজন অনুদানের ছবির নির্মাতা তাকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। মানিকের ঘটনার পর তাদের মধ্যে একটা দোটানা ভাবও কাজ করছে। অনুদানের ছবিগুলোর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

অপু যদি অনিয়ম করেন তাহলে কাজ শেষ করতে বিলম্ব হবে। অথচ শাকিব-অপু এক সময় ছিল দর্শক পছন্দের জুটি। পপি, অপু, বুবলীর পর এবার শাকিব-মাহী - দেখা যাক এ জুটি কতদূর যেতে পারে। নির্মাতারা মাত্র কয়েক মাস আগেও বুবলীর মধ্যে সম্ভাবনার ইঙ্গিত পেয়েছিলেন। তার অনুপস্থিতিতে মাহী ও পূজা চেরী এগুতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়