শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলী আড়ালে, আবারও জুটি বাঁধলেন শাকিব-মাহী

ইমরুল শাহেদ : এই জুটি ইতোমধ্যে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে তারা ভালোবাসা আজকাল নামে একটি ছবি করেছেন। দৃশ্যত এফডিসির কোনো ফ্লোর বা চত্বরে ছবির শুটিং হতে দেখা না গেলেও থেমে নেই চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম। পরিচালক সমিতিতে ইতোমধ্যে বেশ কিছু নতুন ছবি নিবন্ধিত হয়েছে। নিবন্ধনের বাইরেও রয়েছে অনেক ছবির ঘোষণা।

ছবির জন্য চিত্রনাট্য প্রস্তুত এবং নিবন্ধনসহ প্রাথমিক কার্যক্রমের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যেসব শিল্পীকে বাজার কাটতি মনে হচ্ছিল না, তারা গø্যামার জগতের দর্শক পরিচিতির কারণে আবারও ব্যস্ত হয়ে উঠছেন। অনেক আগে ঘোষিত অনন্য মামুনের নবাব এলএলবি ছবির জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ করেছেন মাহিয়া মাহীকে। এই ছবিতে তার বিপরীতে থাকছেন শাকিব খান।

শিগগিরই ছবিটির কাজ শুরু হবে। শাকিব-মাহীকে জুটিবদ্ধ করে বদিউল আলম খোকনও একটি ছবি শুরু করতে যাচ্ছেন। এর মানে আগে যে ভাবা হতো শাকিব মানেই বুবলী, সে ধারণা আপাতত অতীত হতে শুরু করেছে। বুবলী একটি ছবির কাজ এফডিসিতে শেষ করেই হঠাৎ উধাও হয়ে যান। এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ বলেন তিনি বিদেশে আছেন।

কেউ বলেন বিদেশে গিয়ে তিনি লকডাউনে আটকে গেছেন। কেউ কেউ ভিন্ন ইঙ্গিতেও কথা বলছেন। তারা বলছেন, এক সময় অপু বিশ্বাসের মতোই তার উদয় হবে। শাকিব খানের সঙ্গে ডিভোর্স হওয়ার পর অপু বিশ্বাসও আবার চলচ্চিত্রে উঠে দাঁড়াবার চেষ্টা করছেন। কিন্তু অনিয়ম করার অতীত দুর্নাম এখনো তিনি কাটিয়ে উঠতে পারেননি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের ‘আশীর্বাদ’ ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েও বাদ পড়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মাহী। তারপরও শোনা যাচ্ছে, কয়েকজন অনুদানের ছবির নির্মাতা তাকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন। মানিকের ঘটনার পর তাদের মধ্যে একটা দোটানা ভাবও কাজ করছে। অনুদানের ছবিগুলোর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

অপু যদি অনিয়ম করেন তাহলে কাজ শেষ করতে বিলম্ব হবে। অথচ শাকিব-অপু এক সময় ছিল দর্শক পছন্দের জুটি। পপি, অপু, বুবলীর পর এবার শাকিব-মাহী - দেখা যাক এ জুটি কতদূর যেতে পারে। নির্মাতারা মাত্র কয়েক মাস আগেও বুবলীর মধ্যে সম্ভাবনার ইঙ্গিত পেয়েছিলেন। তার অনুপস্থিতিতে মাহী ও পূজা চেরী এগুতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়