শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম করোনা মুক্ত

মনিরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গা প্রতিনিধি : [২] চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম করোনা মুক্ত হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অফিসে আসলে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

[৩] সোমবার ১৭ আগস্ট সকাল সাড়ে ১০ টার সময় তাকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।

[৪] মহামারী করোনা কালীন সময়ে সর্বসাধারণ যখন গৃহবন্ধি তখন চুয়াডাঙ্গার পুলিশ সুপার গণমানুষের কাছে যেয়ে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান, কর্মহীন, অসহায়, গরীব, দুস্থ্যদের ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার ও ঔষধ সামগ্রী। করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। পুলিশ সুপার নির্দেশে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার-ফোর্স, কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশসহ স্থানীয়দের সহায়তায় করোনা আক্রান্তদের ক্ষেতের ভুট্টা, ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন। ছুটে গেছেন হাসপাতালে করোনা আক্রান্ত সহকর্মীদের নিকট এবং নিয়মিত সকলের খোঁজখবর রেখেছেন। অফিসে আগত সকল দর্শনার্থীদের কথা মনযোগ সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধান করেছেন। পাশাপাশি চুয়াডাঙ্গা মাদক নির্মুলে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা, নিয়মিত ডিউটি তদারকি করেছেন।

[৫] পুলিশ সুপার মহোদয় চুয়াডাঙ্গা জেলায় যোগদান করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখিয়ে তিনি চুয়াডাঙ্গা বাসির মন জয় করে মানবিক পুলিশ সুপার উপাধিতে ভূষিত হন।

[৬] পুলিশ সুপার মহোদয় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যারা প্রতিনিয়ত খোঁজখবর নিয়েছেন, দ্রুত সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার নিকট অবিরাম প্রার্থনা করেছেন।

[৭] এসময় পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল এবং জেলা পুলিশের অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়