ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের অনেক নাগরিক ইসরাইল সফরের জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছে ইসরাইলের এক ইহুদি নেতা।ইসরাইল ব্রডকাস্ট কর্পোরেশনকে ইহুদি সম্রদায়ের নেতা সুলি ওল্ফ বলেন, আরব আমিরাতের ইহুদিরা ইসরাইলিদের পেয়ে খুশি হবে। খুব শীঘ্রই তারা এ দেশ পরিদর্শন করবে বলে আশা করি। তিনি বলেন, আমিরাতের বহু নাগরিক ইসরাইল সফরের জন্য সুযোগের অপেক্ষায় রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। ইয়েনি শাফাক