রাশিদ রিয়াজ : [২] প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এক বিবৃতিতে জানান তার ভাই রবার্ট নিউ ইয়র্ক হাসপাতালে খারাপ সময় পার করছেন। সান
[৩] যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার বিকেলে ট্রাম্প হেলিকপ্টারে করে নিউ ইয়র্কে যান। হাসপাতালে মাস্ক পরে প্রবেশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি ৪৫ মিনিট অবস্থান করেন। সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, রবার্টের সঙ্গে তার চমৎকার সম্পর্ক।
[৪] মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের ছোট ভাই ৭২ বছর বয়সী রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ। তবে কী ধরনের রোগে তিনি ভুগছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। এ বছরের শুরুতে রবার্ট নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের নিউরোসাইন্স ইনটেনসিভ কেয়ার ইউনিটে ১০ দিন চিকিৎসাধীন ছিলেন।
[৫] সিবিএস নিউজ বলছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আশা করছি রবার্ট ভাল আছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি কালেলি ম্যাকেনি রবার্টের হাসপাতালে থাকার বিষয়টি নিশ্চিত করলেও তার অসুস্থতা বা চিকিৎসা সম্পর্কে কিছু বলেননি।
[৬] হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডিয়ার বলেন রবার্ট নিউইয়র্কের প্রেসবিটারিয়ান ওয়েল কর্নেল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। ১৯৪৮ সালে রবার্ট জন্মগ্রহণ করেন এবং তিনি ট্রাম্পের একমাত্র ছোট ভাই।