লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৮৬ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট সেলিম রেজা(২৫) সহ দুই মাদক কারবারিকে আটক করেছে রংপুর র্যাব-১৩। এ সময় একটি ১১০ সিসির টিভিএস মেট্রো মোটরসাইকেল উদ্ধার করা হয়।
[৩] শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে আটককৃতদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে উপজেলার আমঝোল গাওচুলকা এলাকা থেকে তাদের আটক করা হয়।
[৪] আটককৃতরা হলেন, উপজেলার টংভাংগা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মোজাম্মেল হকের ছেলে সেলিম রেজা। অপরজন জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার মৃত সমশের আলীর ছেলে রশিদুল ইসলাম রশিদ।
[৫] এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ উপজেলার আমঝল এলাকায় অভিযান চালিয়ে ৮৬ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।